মাশরাফি-রুবেলকে টপকে সেরা খাদিজা

ক্রাইমবার্তা রিপোট:   হাতছানি দিয়ে ডাকছিল বিশ্বরেকর্ড। সুযোগও পেয়েছিলেন। তবে নিজের বলে নিজেই ক্যাচ ছেড়ে তা হাতছাড়া করেছেন। ফলে বিশ্বের মাত্র পঞ্চম বোলার হিসেবে ৭ উইকেট নেয়ার কীর্তিটা গড়া হয়নি খাদিজা তুল কুবরার। কিন্তু দেশের ক্রিকেট ইতিহাসে ঠিকই নাম লিখিয়েছেন তিনি। বাংলাদেশ পুরুষ ও নারী মিলে ওয়ানডে ক্রিকেটে সেরা বোলিং ফিগার এখন তারই।

সোমবার কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে ৯.৫ ওভারে ২০ রান খরচায় ৬ উইকেট নিয়েছেন খাদিজা। পুরুষ-নারীদের ওয়ানডেতে দেশের হয়ে এটিই সেরা বোলিং ফিগার। এ নজির আর কারো নেই।

পুরুষদের ওয়ানডে ক্রিকেটে সেরা বোলিং ফিগার মাশরাফি বিন মুর্তজা ও রুবেল হোসেনের। দুজনই ২৬ রান খরচায় ৬ উইকেট শিকার করেন। ২০০৬ সালে নাইরোবিতে কেনিয়ার বিপক্ষে ১০ ওভারে ২৬ রানের বিনিময়ে ৬ উইকেট নেন নড়াইল এক্সপ্রেস। আর ২০১৩ সালে ঢাকায় নিউজিল্যান্ডের বিপক্ষে ৫.৫ ওভারে সমানসংখ্যক উইকেট নেন রিভার্সসুইং তারকা।

মাশরাফি-রুবেলের চেয়ে ৬ রান কম দিয়ে ৬ উইকেট নিয়েছেন খাদিজা। দুই গতিতারকাকে টপকে দেশের ওয়ানডে ইতিহাসে সেরা বোলিং ফিগারটা নিজের করে নিলেন তিনি। রেকর্ড বুকে তার নাম লেখানোর দিনে বড় জয় পেয়েছে বাংলাদেশ। পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে রুমানা বাহিনী।

এতদিন নারী ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের হয়ে সেরা বোলিং ফিগার ছিল রুমানা আহমেদের দখলে। ২০১৩ সালে ভারতের বিপক্ষে ২০ রান খরচায় ৪ উইকেট নেন তিনি।

Check Also

১৫ বছরে আওয়ামী লীগ ২৬ লাখ কোটি টাকা পাচার করেছে; ডা. শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ১৫ বছরে আওয়ামী লীগ ২৬ লাখ কোটি টাকা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।