ক্রাইমবার্তা রিপোটঃসাতক্ষীরাঃ আককাজ : সাতক্ষীরায় আগামী একাদ্বশ জাতীয় সংসদ নির্বাচননে সামনে রেখে বাংলাদেশ আওয়ামীলীগ সরকারের উন্নয়ন ও সাফল্য জনগণের মাঝে তুলে ধরতে এবং জননেত্রী শেখ হাসিনার নৌকার পক্ষে জনসমর্থনে সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির পক্ষ থেকে নির্বাচনী গণসংযোগ করেছে নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (১১ অক্টোবর) সদরের বাঁশদহা বাজার, রেউয়ের বাজার, কাউনিয়া, নারানজোল বাজার ও ভাঁদড়ার মোড়সহ কয়েকটি এলাকায় সন্ধ্যা পর্যন্ত এ নির্বাচনী গণসংযোগ চলে। এসময় নেতৃবৃন্দ আওয়ামীলীগ সরকারের উন্নয়ন সম্বলিত লিফলেট বিতরণ করেন এবং দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতিকে ভোট দেওয়ার আহবান জানান। এসময় দলীয় ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Check Also
আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …