শ্যামনগর ভাগ্যের চাকা খুলছে গ্রীষ্মকালিন টমটো চাষে

জিল্লুর রহমান: ক্রাইমর্বাতা রির্পোট:শ্যামনগর ভাগ্যের চাকা খুলছে গ্রীষ্মকালিন টমটো চাষে ।  গ্রীষ্মকালে পাওয়া যাচ্ছে শীতকালিন সবজি,তাই বাজারে চাহিদার সাথে দামও বেশি। গত কয়েক বছর ধরে সাতক্ষীরা,শ্যামনগর,সংকরকাটি গ্রামের কৃষকেরা এ সবজি চাষে বেশ লাভবান হচ্ছেন। প্রতি বছরের ন্যায় এ বছরও তারা কমপক্ষে ২০ বিঘা জমিতে বাড়ী-৪ জাতের টমেটো চাষ করেছেন। কৃষকদের ভাষ্য, অল্প জমিতে এ সবজির চাষ করে অন্য ফসলের চেয়ে বেশি লাভ পাওয়া যায়। দিন দিন এ চাষ বৃদ্ধি পাওয়ায় ইতোমধ্যে গ্রামটি পরিচিতি লাভ করেছে গ্রীষ্মকালীন টমেটোর গ্রাম হিসেবে। সরেজমিনে দেখা যায়,এ গ্রামের মাঠে কমপক্ষে ২০ বিঘা জমিতে বাড়ী -৪ জাতের টমেটোর চাষ করা হয়েছে। চারাগুলো মাটি দিয়ে উঁচু করা বেডে সারিবদ্ধভাবে লাগানো হয়েছে। আর জলাবদ্ধতা থেকে বাঁচাতে ঠিক এর ওপর দিয়ে মোটা পলিথিনের সাহায্যে ঝুঁপড়ি ঘরের মত ছাউনি করা এবং প্রতিটি বেড ও ক্ষেতের চারপাশ দিয়ে করা হয়েছে পানি নিষ্কাষনের জন্য বিশেষ ধরনের নালা। যা বৃষ্টি শুরু হলে পানি তাড়াতাড়ি নিষ্কাষন হতে সাহায্য করবে। যে কারনে বর্ষা মৌসুম হলেও মাটি দিয়ে উঁচু বেড করে লাগানো টমেটো গাছের গোড়া ও এর আশপাশ রয়েছে শীত মৌসুমের মত শুকনো। ফলে বর্ষার কারনে টমেটোর গাছগুলো ক্ষতিগ্রস্থ হচ্ছে না। একাধিক কৃষক জানান, ২০০৮ সালে তাদের গ্রামের শামীম হাসান প্রথম শুরু করেন এ অসময়ে টমেটো চাষ। পরবর্তীতে গ্রামের অন্য কৃষকেরাও পর্যায়ক্রমে ঝুঁকে পড়ছেন গ্রীষ্মকালীন টমোটোতে। এ বছর তাদের গ্রামের কৃষক আশরাফ জামান ৮.৫ কাঠা, নুরুজ্জামান কবির ৯ কাঠা, সুব্রত বিশ্বাস ১০ কাঠা, রুবেল হাসান১০ কাঠা, আরিফ বিল্লাহ ১২ কাঠা, নিখিল বিশ্বাস ১ বিঘা, হরিপদ বিশ্বাস ১০ কাঠা, তানভিরুল ইসলাম ৫ কাঠা, মাছুদ রানা ১২ কাঠা, আহসান জুবায়ের ৫ কাঠা, মিলন বিশ্বাস ১২ কাঠা,ইয়াছিন আরাফাত ৫ কাঠা, আব্দুল মজিদ ১০ কাঠা, আব্দুল্লাহ আলমামুন ১০ কাঠা, আতিকুর রহমান ৭ কাঠা, আবুল হাসান ৮ কাঠাসহ প্রায় ২০ বিঘা জমিতে এ জাতের টমেটোর চাষ করা হয়েছে। শামীম হাসান জানান, তিনি ২০০৮ সালে যশোরের মনিরামপুর উপজেলার কালারহাট গ্রামের এক আত্বীয় বাড়িতে বেড়াতে যান। তারা এ গ্রীষ্মকালীন টমেটোর চাষ করেছিলেন। তাদের মুখ থেকে লাভের গল্প শুনে সেখান থেকে চারা এনে ১০ কাঠা জমিতে চাষ শুরু করেন। প্রথম বছর লাভও হয় বেশ। পরবর্তীতে তার গ্রামের অন্য কৃষকেরাও পর্যায়ক্রমে এ চাষ শুরু করেন। চলতি বছরে এ পর্যন্ত ৪৮ হাজার টাকার মত টমেটো বিক্রি করেছেন। এ বছর ক্ষেতে টমেটোও ধরেছে ভাল। আশা করছেন যাবতীয় খরচ বাদে দেড় লক্ষাধিক টাকার টমেটো বিক্রি করতে পারবেন। কৃষক নুরুজ্জামান কবির জানান, অন্যদের দেখে তিনি এ বছর তার ১২ কাঠা জমিতে গ্রীষ্মকালীন টমেটোর চাষ করেছেন। পবিত্র রমজান মাসের প্রথম থেকে প্রতি কেজি ৯০ টাকা দরে ক্ষেত থেকে বিক্রি করে আসছেন। তার আশা বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ না হলে এখনও কমপক্ষে ২ মাস ক্ষেত থেকে টমেটো পাবেন। কৃষক আহসান জুবায়ের জানান,২০০৯ সালে সাতক্ষীরা কৃষি গবেষণা ইনিষ্টিটিউটে গ্রীষ্মকালীন টমেটোর ক্ষেত দেখে এ চাষে আগ্রহী হন। তিনি কৃষি গভেষক ডঃ ইয়াছিন আরাফাত এর নিকট থেকে সে সময়ে এর চাষ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জেনে নেন। ওই বছরেই বাড়িতে বীজতলায় চারা দিয়ে শুরু করেন টমেটো চাষ। এ বছর মাত্র সাত কাঠা জমিতে রোপন করে যাবতীয় খরচ বাদ দিয়ে প্রায় লক্ষাধিক টাকা লাভ করেন। কৃষকদের দাবি, কৃষি বিভাগের কর্মকর্তারা যদি এভাবে সহযোগীতা করে যান তাহলে ব্যাপক লাভবান হবেন কৃষকেরা। অন্যদিকে দেশের সবজি চাহিদা অনেকাংশে পুরন হবে। শ্যামনগর উপজেলা কৃষিকর্মকর্তা কামরুল হাসান জানান, বারি-৪ জাতের টমেটো সারা বছরই চাষ করা যায়। উপজেলার কাশিমাড়ী গ্রামের কৃষকেরা বেশ কয়েক বছর ধরে এ সবজির চাষ করে লাভবান হচ্ছেন। কৃষি বিভাগের উপরি কর্মকর্তারা একাধিকবার মাঠ পরিদর্শনে এসেছেন। এক কথায় কৃষি বিভাগ উপজেলার অন্য গ্রামের কৃষকদেরকেও গ্রীষ্মকালীন টমেটো চাষে কৃষকদেরকে প্রশিক্ষণ দেয়া ছাড়াও এ চাষে নানাভাবে উদ্বুদ্ধ করে চলেছেন।

Check Also

ঢাকা প্রসঙ্গে বদলাতে পারে ভারতের পররাষ্ট্রনীতি

পাঁচ দশকের বিরতির পর গত মাসে বাংলাদেশের বন্দর নগরী চট্টগ্রামে একটি পাকিস্তানি পণ্যবাহী জাহাজ ডক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।