ক্রাইমবার্তা রিপোটঃসাতক্ষীরাঃ : জেলা ট্রাক ট্যাংক-লরী, ট্রাক্টর ও কাভার্ট ভ্যান শ্রমিক ইউনিয়ন নারিকেলতলা এর (রেজিঃ ৭৬৪) উদ্যোগে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক আইন ১৮ এর ৮ টি ধারা সংশোধনের দাবীতে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় নারিকেলতলা মোড়ে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা ট্রাক ট্যাংক-লরী, ট্রাক্টর ও কাভার্ট ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আব্দুর রকিব, সাধারণ সম্পাদক আব্দুল কাদের কাদু, কোষাধ্যক্ষ মো.আশারাফুজ্জামান আশরাফ। এসময় উপস্থিত ছিলেন সহ সাধারণ সম্পাদক জাকির হোসেন, সড়ক সম্পাদক আব্দুস সালাম, মো. অফিস সম্পাদক মো. সেলিম আহম্মেদ, কার্যকরী সদস্য কবিরুল ইসলাম, আব্দুর রাজ্জাক, আব্দুল কাদের, আবু সিদ্দিক, আক্তার হোসেন, আব্দুল্লা আল মামুন, শহিদুল ইসলাম, আয়ুব আলী প্রমুখ। শ্রমিক নেতৃবৃন্দ মানবন্ধনে বলেন সড়ক দূর্ঘটনাকে দূর্ঘটনা হিসেবে দেখে সকল মামলা জামিনযোগ্য বিধান সন্নিবেশ করতে হবে। শ্রমিকের দন্ডে পাঁচ লক্ষ টাকার পরিবের্ত ৫০ হাজার টাকা পর্যন্ত অর্থ দন্ডের বিধান থাকতে হবে । সড়ক দূর্ঘটনা জটিলতল মামলার তদন্ত কমিটিতে শ্রমিক ও মালিক প্রতিনিধিকে অন্তর্ভূক্ত,ড্রাইভীং লাইসেন্স করার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ৮ম শ্রেনীর স্থলে ৫ম শ্রেনী করাসহ সড়ক পরিবহন শ্রমিক আইন ১৮ এর ৮ টি ধারা শ্রমিক নেতৃবৃন্দের সাথে আলোচনার মাধ্যমে সংশোধন করার আহকান করেন।
Check Also
আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …