ক্রাইমবার্তা রিপোটঃসাতক্ষীরাঃ উৎসব মূখর পরিবেশে সদরের আলিপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে স্মার্ট কার্ড বিতরণ সম্পন্ন হয়েছে। আজ সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অবিরামভাবে এ কার্ড বিতরণ করা হয়। আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে চুয়াল্লিশ শত কার্ড দেওয়া হয়। তবে নতুন ভোটার ও পূর্বে জাতীয় পরিচয়পত্রে ভূল থাকায় এখনো অনেকেই স্মার্ট কার্ড পাননি। কিন্তু একাধিক কার্ডধারীরা এ প্রতিনিধিকে জানিয়েছেন, তাদের পূর্বে এনআইডি হারিয়ে যাওয়ায় ফটোকফি দিয়ে স্মার্ট নিতে কার্ড হারানো ফি বাবদ প্রতি ৩৬০ টাকা দিতে হয়েছে। কার্ড বিতরণ অনুষ্ঠানে দায়িত্বে ছিলেন, ১৫ জন ডাটা এনজিও অপারেটর, ১২ জন হেল্পার, ১জন টিম লিডার ও ১জন ম্যানেজার ছিলেন। এছাড়া সার্বিক নিরাপত্তার দায়িত্বে ছিলেন, সদর থানার এসআই প্রবীরসহ পুরুষ মহিলা সিপাহী এবং আলিপুর ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্য।
Check Also
রাজনৈতিক অঙ্গনে কৌতূহল, নতুন বছরে আসছে নতুন দল!
জাতীয় নির্বাচনের আনুষ্ঠানিক দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। কিন্তু বসে নেই রাজনৈতিক দলগুলো। নির্বাচনের বিষয়টি মাথায় …