সাতক্ষীরা প্রেসক্লাবে নবাগত জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন প্রেসক্লাব নেতৃবৃন্দ। বৃহস্পতিবার বেলা ১১ টায় তিনি প্রেসক্লাবে আসলে সভাপতি অধ্যক্ষ আবু আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ তাকে স্বাগত জানান। এসময় তিনি জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। পৌরদিঘীর অস্বচ্ছ পানি স্বচ্ছ করার বিষয়ে কার্যকর ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সাংবাদিকরাও তাকে সার্বিক বিষয়ে সহযোগিতার আশ^াস দেন। এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সহসভাপতি- আব্দুল ওয়াজেদ কচি, সাধারণ সম্পাদক মো. আব্দুল বারী, সাবেক সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপ্পী, এম কামরুজ্জামান, যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার , সাংগঠনিক সম্পাদক মো. রবিউল ইসলাম প্রমুখ।
Check Also
আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …