স্টাফ রিপোর্টার :খুলনা সদর, সোনাডাঙ্গা, দৌলতপুর, খালিশপুর ও খানজাহান আলী থানার ৮টি মামলায় মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের ১১৫ জন নেতা আট সপ্তাহের অগ্রিম জামিন লাভ করেছেন। গতকাল বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি রেজাউল হক ও জাফর আহম্মেদ এর দ্বৈত বেঞ্চ তাদের জামিন মঞ্জুর করেন। আসামী পক্ষে আইনজীবী ছিলেন এড. নিতাই রায় চৌধুরি এবং এড. আনিসুর রহমান খান।
জানা গেছে, গত ৪ অক্টোবর দৌলতপুর থানার দায়ের হওয়া মামলায় (নং-৫) ২১ জন, ২৯ সেপ্টেম্বর খালিশপুর থানায় দায়ের হওয়া মামলায়(নং-৪৮) ২০জন, গত ৪ অক্টোবর খালিশপুর থানায় দায়ের হওয়া মামলায় (নং-৮) ৯জন, ৪ অক্টোবর খানজাহান আলী থানায় দায়ের হওয়া মামলায়(নং-১) ২০ জন, গত ৩ অক্টোবর সোনাডাঙ্গা থানায় দায়ের হওয়া মামলায় (নং-৬) ১১ জন, গত ৪ অক্টোবর সোনাডাঙ্গা থানায় দায়ের হওয়া মামলায়(নং-৯) ৮ জন, গত ৪ অক্টোবর সদর থানায় দায়ের হওয়া মামলায়(নং-৭) ১৬ জন এবং গত ৬ অক্টোবর সদর থানায় দায়ের হওয়ায় মামলায় (নং-১১) ১০ জন নেতাকর্মী জামিন লাভ করেছেন।
এসব মামলায় নগর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক অধ্যক্ষ তারিকুল ইসলাম, খানজাহান আলী থানা বিএনপির সভাপতি মীর কায়সেদ আলী, দৌলতপুর থানা বিএনপির সভাপতি মুশাররফ হোসেন, নগর বিএনপির সহ-সভাপতি ইকবাল হোসেন খোকন, খানজাহান আলী থানা বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, দৌলতপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল হক নান্নু, সোনাডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মুরাদ, নগর যুবদলের সাবেক সভাপতি শফিকুল আলম তুহীন, বিএনপি নেতা শাহিনুল ইসলাম পাখি, নাজির উদ্দিন নান্নু, নগর যুবদলের সভাপতি মাহাবুব হাসান পিয়ারু, নগর ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলাম বাবু, নগর যুবদলের সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগর, নগর মহিলা দলের সাধারণ সম্পাদক আজিজা খানম এলিজা, নগর ছাত্রদলের সাধারণ সম্পাদক হেলাল আহমেদ সুমন ও নগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ ফারুক হিল্টনসহ ১১৫জন জামিন লাভ করেছেন।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর হাইকোর্টে খুলনা সদর, সোনাডাঙ্গা, দৌলতপুর ও লবনচরা থানার চারটি মামলায় মহানগর বিএনপির ৪৮ জন নেতা চার সপ্তাহের অগ্রীম জামিন লাভ করেন।
Check Also
গাড়িচাপায় বুয়েট শিক্ষার্থী মাসুদের মৃত্যু ‘হত্যাকাণ্ড’
প্রাইভেটকার চাপায় বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদের মৃত্যুকে ‘হত্যাকাণ্ড’ বর্ণনা করে দায়ীদের সর্বোচ্চ শাস্তিসহ ৬ দফা …