বল্লী ইউনিয়নে ৬টি পুজা মন্ডপে শারদীয় দূর্গা পুজার শেষ প্রস্তুতি

মোহাম্মদ হোসেন সাতক্ষীরাঃ

আগমনী বার্তা নিয়ে আসছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শা রদীয় দুর্গাপূজা বা দূর্গোৎসব। মহালয়ার মধ্যদিয়ে দেবী দুর্গার আগমন ঘটেবে মর্তলোকে।

এবছর সাতক্ষীরার সদর থানার ১২নং বল্লী ইউনিয়নে আগমনী বার্তা নিয়ে আসছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা বা দূর্গোৎসব। মহালয়ার মধ্যদিয়ে দেবী দুর্গার আগমন ঘটেবে মর্তলোকে।

১২নং বল্লী ইউনিয়নে ৬টি মন্ডপে এ বছর শারদীয় দুর্গাৎসব অনুষ্ঠিত হবে।  বিভিন্ন  মন্ডপে চলছে প্রতিমা রং তুলির কাজ। উৎসবমুখর পরিবেশে পুজা উদযাপনের লক্ষ্যে ইতমধ্যে সকল প্রস্তুতি প্রায় শেষের দিকে। মন্দিরগুলোতে ডেকারেটর, গেইট নির্মান এবং প্রতিমা সাজানোসহ আনুসাঙ্গিক কাজ নিয়ে ব্যবস্থা সময় পার করছেন মন্দির কর্তৃপক্ষরা। চারিদকে  যেন আগ্রহের কমতি নেই। প্রতিমা তৈরী শিল্পীরা রাত দিন কাজ করছেন। পূজার দিন যত ঘনিয়ে আসছে ঠিক ততই যেন ব্যস্ততা বেড়েই চলছে।

১২নং বল্লী ইউনিয়নে ৬টি দুর্গাপুজা মন্ডপ হলো

(১)আমতলা গূর্গাপূজা মন্ডপ সভাপতিঃ অষোক কুমার (২)শ্যামপুর গূর্গাপূজা মন্ডপ সভাপতিঃরাম প্রসাদ বিশ্বাস (৩) কাঠালতলা গূর্গাপূজা মন্ডপ সভাপতিঃসুশান্ত সানা(৪)সম্বলডাঙা গূর্গাপূজা মন্ডপ সভাপতিঃকাত্তিক চন্দ্র দাস (৫)নারায়ণ পুর গূর্গাপূজা মন্ডপ সভাপতিঃজয় প্রকাশ (৬) রায়পুর সন্যাসীতলা গূর্গাপূজা মন্ডপ সভাপতিঃসন্তোস মন্ডল   গত বছরের তুলানায় এ বছর ১টি পূজা বেড়েছে।

যেহতেু এটি হিন্দুধর্মাবল্বীদের সবথেকে বড় উৎসব তাই তারা ও প্রস্তুত হচ্ছে মাকে বরন নিতে। এ পুজাকে সামনে রেখে ইউনিয়নের বিভিন্ন মন্ডেপে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি। বাহারি আলোজসজ্জা, আধুনিক মডেলে মন্ডব সাজানো যেন প্রতিযোগীতা চারদিকে। ১২ নং বল্লী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃবজলুর রহমান বলেন. বল্লী ইউনিয়নে মোট ৬টি কেন্দে দূর্গা পূজা অনুষ্ঠিত হবে৷ গতবারের ন্যায় এবারও কোনো কেন্দ্রেই কোনো প্রকার ঝুকি বা বড় ধরনের অপ্রিতিকর ঘটনা ঘটার কোনো আশংখা নেই৷ তবে ৬ নম্বার রায়পুর সন্যাসীতলা কেন্দ্রে স্থানীয় কিছু দন্দ থাকায় অন্যান্য কেন্দ্রের তুলনায় সেখানে নিরাপত্তা জোরালো করা হবে। সাতক্ষীরা সদর থানার আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেখানে আমার ইউনিয়ন পরিষদের পুলিশ (গ্রাম পুলিশ)।১৪ তারিখ (রববিার)থেকে ১৯ তারিখ পূজার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত তাদের নিরাপত্তার জন্য সার্বোক্ষনিক নিয়োজিত থাকবে।এছাড়া  এবছর প্রত্যেক পূজা মন্ডপে থাকবে সেচ্ছাসেবকবৃন্দ ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে খোলা হয়েছে কন্ট্রোলরুম।এছাড়া যার যার ধর্ম পালনে যাতে কোনো ধরণের বিঘœ না ঘটে সেজন্য মুজানিয়েছেন। সলিম সম্প্রদায়ের আযান ও নামাজের সময় পূজা মন্ডপগুলোতে নিরবে উৎসব পালন, পূজাকে কেন্দ্র করে কোনো জুঁয়ার আসর না বসানো,শান্তিপূর্ণ পরিবেশে পূজা সম্পন্ন করতে বিশেষ করে সন্ধ্যার পর মন্ডপগুলোতে নারী-পুরুষ চলাচলে বাড়তি দৃষ্টি রাখা, নিরাপত্তার প্রয়োজনে পূজার সময় গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সিসি ক্যামেরার ব্যবস্থা করার মাধ্যমে এক অপরের মধ্যে সম্প্রীতির ভাব বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি উদাত্ম আহবান

১২ নং বল্লী ইউনিয়নের পুজা উদযাপন  পরিষদের সাধারন সম্পাদক  অশোক কুমার জানান,  ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে ইউনিয়নে মোট ৬টি কেন্দে শারদীয় দুর্গোৎসব হবে। পুজার আয়োজন প্রায় সম্পনের পথে, প্রতিমা তৈরীর কাজ শেষে ডেকারেশন ও রং তুলির কাজ চলছে। বিগত বছরের মত এ বছরও আনন্দ উৎসবের মধ্যদিয়ে পুজা অনুষ্ঠিত হবে বলে আমরা মনে করছি।

 

Check Also

সাতক্ষীরায় লটারীতে টিকে থাকা ৭১ শিক্ষার্থীকে ভর্তির সুযোগের দাবিতে অভিভাবকদের সংবাদ সম্মেলন  

সাতক্ষীরা প্রতিনিধি ভর্তির লটারীতে টিকে থাকার পরও শুধুমাত্র বয়সের অজুহাতে সাতক্ষীরা সরকারি বালক ও বালিকা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।