ক্রাইমবার্তা রিপোটঃবিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও ২১ আগস্ট গ্রেনেড হামলার রায়ের প্রতিবাদে যশোরে মিছিল করেছে বিএনপির নেতা-কর্মীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোর সদর উপজেলা বিএনপির ব্যানারে বৃহস্পতিবার এ বিক্ষোভ মিছিল বের হয়। সকাল ১০ টার দিকে শহরের পাইপপট্টি এলাকা থেকে বের হয়ে এমএম আলী রোড হয়ে চিত্রামোড়ে গিয়ে শেষ হয় মিছিলটি। বিক্ষোভ মিছিল থেকে বেগম খালেদা জিয়ার মুক্তি ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে রায়ের প্রতিবাদ জানান নেতা-কর্মীরা। মিছিলে সদর উপজেলা বিএন
পির সভাপতি মো. নুরুন্নবী ও সাধারণ সম্পাদক কাজী আজমসহ অন্যান্য নেতা-কর্মীরা অংশ নেন।
উল্লেখ্য, ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় আদালতের রায়ে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ৩৮ জনের বিরুদ্ধে সাজা ঘোষণার পরপরই বিএনপির হাইকমান্ড থেকে সারাদেশে বিক্ষোভ কর্মসূচি দেয়া হয়।
উল্লেখ্য, ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় আদালতের রায়ে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ৩৮ জনের বিরুদ্ধে সাজা ঘোষণার পরপরই বিএনপির হাইকমান্ড থেকে সারাদেশে বিক্ষোভ কর্মসূচি দেয়া হয়।