ক্রাইমবার্তা রিপোটঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম তরিকুল ইসলামের অবস্থার উন্নতি না হওয়ায় তাকে অ্যাপোলো হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
শনিবার সকালে পুরান ঢাকার গেণ্ডারিয়ার আসগর আলী হাসপাতাল থেকে তাকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়।
এর আগে শুক্রবার তরিকুল ইসলামকে পুরান ঢাকার গেণ্ডারিয়ার আসগর আলী হাসপাতালে ভর্তি করা হয়।
সাবেক এ মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা শামসুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, তরিকুল ইসলাম দীর্ঘদিন ধরে কিডনিসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন। শুক্রবার তাকে পুরান ঢাকার গেণ্ডারিয়ার আসগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার ডায়ালাইসিস করা হয়।
এরপর তাকে নীবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) রাখা হয়েছিল। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় শনিবার তাকে অ্যাপোলো হাসপাতালে স্থানান্তর করা হয় বলে জানান শামসুল ইসলাম।
অ্যাপোলো হাসপাতালে তরিকুল ইসলামের অবস্থা এখনও অপরিবর্তিত বলে জানান তিনি।
তরিকুল ইসলামের পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।