বৃহত্তর ঐক্যপ্রক্রিয়ার দাবি ও লক্ষ্যের খসড়া চূড়ান্ত,শনিবার আবারো বৈঠক

 ক্রাইমবার্তা রিপোটঃ

দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে বৃহত্তর ঐক্যের দাবি-দাওয়া ও লক্ষ্যের খসড়া চূড়ান্ত করেছে বিএনপি, জাতীয় ঐক্যপ্রক্রিয়া ও যুক্তফ্রন্টের নেতারা। তবে আজ শনিবার আবারো বৈঠকে বসে এগুলো চূড়ান্ত করা হবে। বৈঠক হবে জাতীয় ঐক্যপ্রক্রিয়ার আহ্বায়ক গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের বাসায়। যুক্তফ্রন্ট প্রধান ও বিকল্পধারার সভাপতি বি. চৌধুরী এতে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। এসব তথ্য জানা গেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম আবদুর রবের বাসায় বিএনপি, জাতীয় ঐক্যপ্রক্রিয়া ও যুক্তফ্রন্টের নেতাদের বৈঠক সূত্র থেকে। গতকাল শুক্রবার বেলা ৩টায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। আজ শনিবার বিকেল ৫টায় ড. কামাল হোসেনের বেইলী রোডের বাসায় আবার বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে সূত্র জানায়। আজকের বৈঠকের পরই ঘোষিত হতে পারে বৃহত্তর জাতীয় ঐক্যের রূপরেখা, দাবি-দাওয়া, লক্ষ্য এবং আন্দোলনের কর্মসূচি।

এ দিকে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন নয়া দিগন্তকে জানান, জাতীয় ঐক্যপ্রক্রিয়ার রূপরেখার খসড়া প্রস্তুত হয়েছে। তবে তা চূড়ান্ত হবে আজকের বৈঠকে। তিনি জানান দীর্ঘ আলাপ-আলোচনার পর আমরা বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তুলতে সম্মত হয়েছি। ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং ভোটের অধিকার রক্ষায় এক সাথে আন্দোলন করার সিদ্ধান্ত হয়েছে।

আ স ম আবদুর রবের উত্তরার বাসায় গতকালের বৈঠক প্রায় তিন ঘণ্টা চলে। এতে বিএনপির পক্ষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান ডা: জাফরুল্লাহ চৌধুরী, জাতীয় ঐক্যপ্রক্রিয়ার পক্ষে সুলতান মোহাম্মদ মনসুর আহমদ, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, দলটির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, কেন্দ্রীয় নেতা শহীদুল্লাহ কায়সার, ডা: জাহিদুর রহমান, জেএসডির সহসভাপতি তানিয়া রব, সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাহী বি. চৌধুরী, দলটির কেন্দ্রীয় নেতা ওমর ফারুক প্রমুখ অংশ নেন।

বৈঠক শেষে নেতারা এক সাথে বারিধারায় সাবেক রাষ্ট্রপতি ও যুক্তফ্রন্টের চেয়ারম্যান অধ্যাপক ডা: এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর বাসভবন মায়াবীতে যান। তারা ৮৮তম জন্মদিন উপলক্ষে বি চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এক সাথে কেক কাটেন।

 

Check Also

১৫ বছরে আওয়ামী লীগ ২৬ লাখ কোটি টাকা পাচার করেছে; ডা. শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ১৫ বছরে আওয়ামী লীগ ২৬ লাখ কোটি টাকা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।