ক্রাইমবার্তা রির্পোটঃ বেনাপোল দিয়ে ভারতে পাচারের সময় আলমগীর হোসেন (৪৫) নামে এক যাত্রীকে ১ কেজি ৭০০ গ্রাম গুড়া সোনাসহ আটক করেছে কাস্টমস সদস্যরা।
সে নোয়াখালীর জেলার চাটখিল থানার ইব্রাহিম খলিলের ছেলে।
শুক্রবার (১২ অক্টোবর)সন্ধ্যায় দীর্ঘ সময় যাচাই-বাচাই করে ওই যাত্রীর ব্যাগ থেকে ১৭০০ গ্রাম গুড়াসোনা পায়। তার পাসপোর্ট নম্বর – বিকে – 0384854
কাস্টমস সূত্রে জানা যায়, ওই যাত্রী বেনাপোল দিয়ে ভারতে যাওয়ার সময় তার ব্যাগ দেখে কাস্টমস সদস্যদের সন্দেহ হলে স্ক্যানিং করে একটি প্যাকেটে গুড়া সোনা পায়। পরে ওই প্যাকেট থেকে এক কেজি ৭০০ গ্রাম সোনা সাদৃশ্য বালু পাওয়া যায়। স্থানীয়ভাবে প্রথম পরীক্ষায় স্বর্ণ ধরা না পড়লেও পরে যশোরে নিয়ে পরীক্ষার পর সোনা প্রমাণিত হয়। আটককৃত সোনার বাজার মূল্য প্রায় ৭০ লাখ টাকা।
কাস্টমস হাউসের সহকারী কমিশনার উত্তম কুমার চাকমা বিষয়টি নিশ্চিত করে জানান, সোনা গুড়া করে মাটি রং মিশিয়ে বালুর দানা দেখিয়ে কৌশলে ওই যাত্রী পাচার করছিল। কাস্টমস সদস্যরা পরীক্ষা করে সোনা বলে নিশ্চিত হয়। আটক ব্যক্তির নামে স্বর্ণপাচার আইনে মামলা দিয়ে শুক্রবার রাতে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। শনিবার দুপুরে তাকে যশোর জেল হাজতে পাঠানো হবে।