ক্রাইমবার্তা রির্পোটঃ আককাজ : সাতক্ষীরা পৌরসভার ০৯ নং ওয়ার্ডের রসুলপুর পশ্চিম পাড়া বায়তুন নুর জামে মসজিদে সৌর বিদ্যুতের সোলার প্যানেল বিতরণ করা হয়েছে। রবিবার সকালে পৌরসভা চত্বরে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক প্রদত্ত এ সোলার প্যানেল মসজিদ পরিচালনা কমিটির হাতে তুলে দেন পৌরসভার ০৯ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর। বায়তুন নুর জামে মসজিদে সৌর বিদ্যুতের সোলার প্যানেল গ্রহণকালে মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ বলেন, সাতক্ষীরা পৌরসভার ০৯ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর তার ঐকান্তিক প্রচেষ্টায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে ০৯ নং ওয়ার্ডে ব্যাপক উন্নয়ন করেছে। সে তার ভাল ব্যবহার ও কাজের মাধ্যমে তার ওয়ার্ডসহ পৌরবাসীর মন জয় করে মানুষের মণিকোঠায় জায়গা করে নিয়েছে। আমরা দোয়া করি সে যেন আরও বড় হয়। পৌরসভার ০৯ নং ওয়ার্ডে তার সময়ে রাস্তাঘাট, ড্রেণ কালভাট সমজিদ ও ঈদগাহ বিভিন্ন প্রতিষ্ঠানে তার প্রচেষ্টায় উন্নয়ন হয়েছে।’
এসময় উপস্থিত ছিলেন আর.ডি.এফ’র শাখা ব্যবস্থাপক মো. নাজমুন খান, রসুলপুর পশ্চিম পাড়া বায়তুন নুর জামে মসজিদের সভাপতি আব্দুল মোমিন, সাবেক সভাপতি মো. মোহর আলী, সদস্য বাবলুর রহমান ও সামিউল ইসলাম প্রমুখ।
Check Also
আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …