ক্রাইমবার্তা রিপোটঃ ইটাগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে চুড়ান্ত মডেল টেষ্ট অনুষ্ঠিত হয়েছে। গত ৯ অক্টোবর থেকে জেলা ব্যাপি শুরু হওয়া এ পরীক্ষা গতকাল শেষ হয়। ৬ টি বিষয়ে ৭ নং ওয়ার্ডেও তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের ১০৫ জন শিক্ষার্থী এতে অংশ নেয়। এছাড়া আগামী ১৮ নভেম্বর জেলাব্যাপি চুড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। শহরের ৭নং ওয়ার্ডে ইটাগাছা সরকারী আর্দশ্য প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত চুড়ান্ত মডেলটেষ্ট শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় ১০৫ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে খড়িবিলা প্রাথমিক বিদ্যালয় থেকে ২৬ জন, রইচপুর প্রাথমিক বিদ্যালয় থেকে ২৭ জন ও ইটাগাছা প্রাইমারী স্কুল থেকে ৫২ জন শিক্ষার্থী অংশ নেয়। প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব কামাল উদ্দীন জানান, শান্তিপূর্ণ ভাবে শিক্ষাথীরা চুড়ান্ত মডেল টেষ্ট পরীক্ষায় অংশ নেয়।
Check Also
তালায় ইউপি পরিষদ কক্ষে দুই সাংবাদিকের উপর হামলা, প্রতিবাদে মানববন্ধন
তালা প্রতিনিধি তালার ইসলামকাটি ইউনিয়ন পরিষদে সাংবাদিক আক্তারুল ইসলাম ও আতাউর রহমানের ওপর সন্ত্রাসী রমজান আলী …