জামালপুরে আ’লীগের দু’পক্ষের সশস্ত্র মহড়া, ইউপি কার্যালয় ভাংচুর

ক্রাইমবার্তা ডেস্করিপোটঃ  জামালপুর সদর উপজেলার তিতপল্লায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউনিয়ন আওয়ামী লীগের দুটি পক্ষ সশস্ত্র মহড়া দিয়েছে। জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের স্থানীয় জামতলী এলাকায় লাঠিসোটা ও দেশীয় অস্ত্র¿ নিয়ে তিতপল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ এবং বর্তমান তিতপল্লা ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা হারুন অর রশিদের সমর্থকরা পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল করেছে। এসময় আব্দুল আজিজের সমর্থকরা তিতপল্লা ইউপি কার্যালয়ে হামলা চালিয়ে চেয়ারম্যান ও সচিবের কক্ষ ভাংচুর করেছে।

রোববার দুপুরে এ ঘটনা ঘটে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ ব্যাপারে তিতপল্লা ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ জানান, তিতপল্লা ইউনিয়নে ৫০০ একর জমিতে অর্থনৈতিক অঞ্চলের মাটিভরাট কাজ চলমান রয়েছে। অর্থনৈতিক অঞ্চলের ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে চাঁদা না পেয়ে সাবেক চেয়ারম্যান আব্দুল আজিজের নির্দেশে রোববার অর্থনৈতিক অঞ্চল ঘেরাও করার কথা ছিল। এর প্রতিবাদে জামালপুর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দের নেতৃত্বে চারটি ইউনিয়নের আওয়ামী লীগ নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিরোধ করেছে। কিন্তু পরে তারা তিতপল্লা ইউনিয়ন পরিষদে গিয়ে হামলা করে।

এদিকে অভিযোগ অস্বীকার করে তিতপল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিজ জানান, আওয়ামী লীগ নেতা বিজন কুমার চন্দ ও ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদের নেতৃত্বে অর্থনৈতিক অঞ্চলের মাটিভরাট কাজে চাঁদাবাজি ও অধিগ্রহণকৃত জমির মালিকদের ঠকানোর প্রতিবাদে মিছিল বের করা হয়েছিল। তবে ইউপি কার্যালয়ে হামলা ও ভাংচুরের ব্যাপারে তিনি কিছুই জানেন না বলে জানিয়েছেন।

জেলা প্রশাসক আহমেদ কবীর বলেন, তিতপল্লা ইউপি কার্যালয়ে হামলা ও ভাংচুরের ঘটনার কথা শুনেছি। এ ব্যাপারে দোষীদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Check Also

সাতক্ষীরায় পুত্রবধূর হাতে নির্যাতিত সেই স্কুলশিক্ষক মারা গেছেন

ক্রাইমবাতা রিপোট, সাতক্ষীরা:   ছেলে ও পুত্রবধূর হাতে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের শিকার সাতক্ষীরা সদর উপজেলার বাঁশতলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।