ক্রাইমবার্তা রিপোটঃবিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে এবং ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দেয়া রায়ের প্রতিবাদে সোমবার সিলেট স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের সম্মিলিত বিক্ষোভ মিছিল লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ।
এসময় মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মওদুদুল হক মওদুদকে আটক করা হয়।
তাকে নাশকতা ও পুলিশের ওপর হামলার অভিযোগে আটক করা হয়েছে এবং এবিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম মিয়া।
প্রত্যক্ষদর্শীরা জানান, কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দুপুরে নগরীর বন্দরবাজার এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর কোর্ট পয়েন্টে আসলে বাধা দেয় পুলিশ। এসময় পুলিশের সাথে নেতা-কর্মীদের বাকবিতণ্ডা শুরু হলে এক পর্যায়ে লাঠিপেটা করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।
লাঠিপেটায় গোলাপগঞ্জ স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সামাদুর রহমান অপুসহ বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন বলে স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা জানান।
ওসি সেলিম মিয়া বলেন, মিছিল করার কোনো অনুমতি ছিল না। সেখান থেকে নাশকতার আশঙ্কায় বাধা দেয় পুলিশ। এসময় মিছিলকারীরা পুলিশের সাথে সংঘর্ষে জড়ালে পুলিশ লাঠিপেটা করে।