যশোর সরকারি এম এম কলেজে মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মোঃ দেলোয়ার হুসাইন,যশোর: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রীপরিষদ বিভাগের নির্দেশনায় সারা বাংলাদেশের ন্যায় যশোর সরকারি এম এম কলেজেও মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আজ সোমবার আব্দুল হাই কলাভবনের ২০১ও২১৩ নং কক্ষে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।প্রতিযোগিতার বিষয় ছিলো বিজয় ফুল তৈরি, গল্প রচনা, কবিতা রচনা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, একক অভিনয়, চলচিত্র নির্মাণ, দেশাত্মবোধক সংগীত (দলিয়ো) ও জাতীয় সংগীত (দলিয়ো)। এ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সরকারি এম এম কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর মোঃ আবু তালেব মিয়া এবং কলেজের আরো অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,এধরনে প্রতিযোগিতামুলক কার্যক্রমে তারা যেনো আরো আগ্রহী হয় এবং তিনি এ ধরনের কর্মকান্ডে শিক্ষার্থীদের সহযোগীতা প্রদানের আশ্বাস দেন। এ প্রতিযোগিতা অনুষ্ঠানে কলেজে উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।এবং যথারিতি প্রতিযোগিতা অনুষ্ঠান সম্পন্ন হয়।

Check Also

সাতক্ষীরা জেলা প্রশাসনের কর্মশালায় সাংবাদিকদের দাওয়াত নিয়ে বৈষম্যের অভিযোগ 

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় হাওর না থাকলেও হাওরের ১০০ বছর এবং আমাদের করণীয়” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।