বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করলেন জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম,

মোহাম্মদ হোসেনঃ

সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন শারদীয়া দূর্গা পূজা মন্ডপ পরিদর্শন করেছেন জেলা পরিষদেরচেয়ারম্যান ও সাতক্ষীরা জেলা  আ.লীগের সাধারন সম্পাদক, নজরুল ইসলাম । মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা রাত অবধি  সফর সঙ্গী জেলা আওয়ামীলীগের সভাপতি, এস এম সওকত হোসেন,সহ দলীয় অন্নান্য নেতাদের নিয়ে দলবদ্ধভাবে উপজেলার বিভিন্ন পূজা মন্ডপগুলো পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন,  জেলা আওয়ামীলীগের কৃষি  বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম মুহিত,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক, সামচুর রহমান , বল্লী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, বজলুর রহমান   সহ দলীয় বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।সাতক্ষীরা সদর উপজেলার ১২নং বল্লী ইউনিয়নের  শ্যামপুর গূর্গাপূজা মন্ডপ পরিদর্শনকালে , আ.লীগের সাধারন সম্পাদক, নজরুল ইসলাম  বলেন, সনাতন ধর্মাম্বলীদের সংখ্যালঘু না ভেবে দেশের একজন নাগরিক হিসেবে নির্ভয়ে তাদের দুর্গোৎসব পালনের আহবান জানান। তিনি বলেন, বর্তমান সরকার জনবান্ধব সরকার, তাই সম্প্রীতি, সৌহার্দ বজাই রেখে শান্তিপূর্ণভাবে একে অপরে ধর্ম পালন করতে হবে। সেই সঙ্গে তিনি  জেলার সর্ব-স্তরের সনাতন ধর্মের সবাইকে শারদীয়া দূর্গা পূজার শুভেচ্ছা জানান।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।