ক্রাইমবার্তা রিপোট:সাতক্ষীরা: শারদীয়া দুর্গোৎসব উপলক্ষ্যে সাতক্ষীরা প্রেসক্লাবে ‘সম্প্রীতির সেতুবন্ধন’ অনুষ্ঠান পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের হলরুমে এ উপলক্ষ্যে এক আলোচনা সভা ও মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।
প্রেসক্লাব সভাপতি আবু আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড. মোস্তফা লুৎফুল্লাহ, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম, সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক এস,এম মোস্তফা কামাল, পুলিশ সুপার সাজ্জাদুর রহমান, সাতক্ষীরা ৩৩ বিজিবির নবাগত অধিনায়ক লেঃ কর্ণেল গোলাম মহিউদ্দীন, জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদ, পৌর মেয়র আলহাজ্ব তাজকিন আহমেদ চিশতি, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, জেলা মন্দির সমিতির সভাপতি বিশ্ব নাথ ঘোষ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আব্দুল বারী প্রমুখ।
বক্তারা এ সময় বলেন, বিশে^র মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশ। আর তাই সকল ধর্মের মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগরণে সাতক্ষীরা প্রেসক্লাবের এ আয়োজন অবশ্যই প্রশংসার দাবীদার।
Check Also
যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …