ক্রাইমবার্তা রিপোট:সাতক্ষীরা:আককাজ : সাতক্ষীরায় পিএন হাইস্কুলের দীর্ঘদিনের স্কুল জীবনের বাল্য বন্ধুদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ অক্টোবর) দুপুরে সাতক্ষীরা পিএন হাইস্কুলে আগমন উপলক্ষে ১৯৬৮ সালের সাথীদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন অনুষ্ঠানে আগত বহু আগের বাল্য বন্ধু বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট ডিভিশনের মাননীয় বিচারপতি এইচ এম মো. নূরুল হুদা জায়গীরদার এর ফোন পেয়ে পিএন স্কুলে হাজির হয়ে যান স্কুল জীবনের বাল্য বন্ধু সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় শুরু হয় বিচারপতি ও এমপিসহ আগত বন্ধুদের মধ্যে স্কুল জীবনের আলোচনা ও সেই স্মৃতির মোহে হারিয়ে যান বাল্য জীবনে। আবেগে একে অপরকে জড়িয়ে ধরেন । এসময় সবাই ভুলে যান কে বিচারপতি এবং কে এমপি। সবাই সেই বাল্য কালের বন্ধু।
এসময় বাল্য বন্ধুদের মধ্যে অবসর প্রাপ্ত সচিব ফজলুর রহমান, সাংবাদিক আবু সালেক, সাবেক উপ সচিব আব্দুল হামিদ, সাবেক পোষ্ট মাস্টার সাধন দত্ত, বিটিসিএল’র সাবেক উপ সহকারি প্রকৌশলী শেখ তহিদুর রহমান ডাবলুসহ সাতক্ষীরা পিএন হাইস্কুলের ১৯৬৮ সালের সাথী বাল্য বন্ধুরা উপস্থিত ছিলেন।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …