ধর্ম যার যার, ঈশ্বর সবার : কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী

ক্রাইমবার্তা রিপোট: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপি বলেছেন, ধর্ম যার যার, ঈশ্বর সবার। রাষ্ট্রের চোখে ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে সবাই সমান অধিকার ভোগ করবে ।

১৮ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরে গোপাল জিউর মন্দিরে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শারদীয় দূর্গাপুজার শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।

এসময় তিনি বলেন, মানব কল্যাণে আমরা শেখ হাসিনার মতো অটুট এবং মনোবল নিয়ে দৃঢ় পদক্ষেপে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাই, বাংলাদেশের মানুষকে এগিয়ে নিয়ে যাই- আল্লাহর কাছে, ঈশ্বরের কাছে, এটাই হোক আমাদের সবার সম্মিলিত প্রার্থনা।

কৃষিমন্ত্রী বলেন, শেখ হাসিনার হাতে বাংলাদেশ, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। শুধু এগিয়ে যাওয়া নয়, মাথা উঁচু করে সারা পৃথিবীতে সম্মানের আসনে প্রতিষ্ঠিত হয়েছে। এই প্রতিষ্ঠার জায়গাটি সৃষ্টি করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, জাতির পিতার কন্যা, জননেত্রী শেখ হাসিনা।

শারদীয় দূর্গাপুজার শুভেচ্ছা বিনিময়কালে মন্ত্রীর সাথে শেরপুরের জেলা প্রশাসক আনার কলি মাহবুব, জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ন কবীর রুমান, পুলিশ সুপার আশরাফুল আজীম, শেরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান সানোয়ার হোসেন ছানু, নালিতাবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান একএম মুখলেছুর রহমান রিপন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হোসেন, সাধারণ সম্পাদক ফজলুল হকসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও দলীয় নেতাকর্মী ছাড়াও, হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্যপরিষদের নেতৃবৃন্দসহ বিভিন্ন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।

Check Also

সাতক্ষীরায় পুত্রবধূর হাতে নির্যাতিত সেই স্কুলশিক্ষক মারা গেছেন

ক্রাইমবাতা রিপোট, সাতক্ষীরা:   ছেলে ও পুত্রবধূর হাতে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের শিকার সাতক্ষীরা সদর উপজেলার বাঁশতলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।