ক্রাইমবার্তা রিপোট:বড়দল প্রতিনিধি : আশাশুনির বড়দলে বিষ পানে ৭ বছরের প্রতিবন্ধী মেয়ে ও মায়ের রহস্য জনক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল আনুমানিক ৯টার দিকে ইউনিয়নের গোয়ালডাংগা গ্রামে। জানাগেছে, সবজি ব্যবসায়ী উত্তম মন্ডল প্রতিদিনের ন্যায় সকালে বাজারে জন্য বাড়ি থেকে চলে যায় সে সময় তার বড় মেয়ে তন্দ্রাও বাড়িতে ছিলেন না। তন্দ্রা সকাল ৯টার দিকে বাড়িতে ফিরে দেখে তার মা শান্তি রানী মন্ডল(৩৫) এবং প্রতিবন্ধী ছোট বোন তমালিকা (৭) বমি করছে এবং সাথে মুখ দিয়ে ফ্যানা বেরুচ্ছে। তন্দ্রার চিৎকারে আশাপাশের লোকজন এসে স্থানীয় গ্রাম ডাক্তারকে নিয়ে আসার সাষে সাথেই তাদের মৃত্যু হয়। স্থানীয়দের ধারনা উত্তম এবং তার স্ত্রী শান্তির পারিবারিক কলহের জের ধরে মা তার প্রতিবন্ধী মেয়ের মুখে বিষ দিয়ে নিজেও বিষ পানে আত্মহত্যা করতে পারে। আশাশুনি থানা অফিসার ইনচার্জ বিপ্লব দেব নাম বেলা সাড়ে ১২টার দিকে ঘটনাস্থান পরিদর্শন করেছেন।
Check Also
আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …