অনুর্ধ ১৮ উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল ॥ সাতক্ষীরার সন্তানেরা সকল খেলায় এগিয়ে রয়েছে

স্টাফ রিপোর্টার :বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় খুলনা বিভাগীয় পর্যায়ের অনুর্ধ-১৮ ক্রিকেট চ্যাম্পিয়নশীপ ২০১৮-১৯ এর বি গ্র“পের খেলা উদ্বোধন হয়েছে। গতকাল সকাল সাড়ে আটটায় সাতক্ষীরা সরকারী কলেজ মাঠে নড়াইল বনাম বরিশাল জেলার মধ্যে অনুষ্ঠিত হয়। জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আশরাফুজ্জামান আশুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি এসএম মোস্তফা কামাল, তিনি আনুষ্ঠানিক ভাবে খেলা উদ্বোধন করেন। এসময় বলেন বর্তমান আ’লীগ সরকারের পৃষ্টপোষকতায় ক্রীড়া অঙ্গনকে বহুদুর এগিয়ে নিয়েছে। ক্রীকেট বাংলাদেশে অতি প্রিয় খেলা হিসাবে পরিচিতি লাভ করেছে। ক্রীকেটে বাংলাদেশকে বিশ্বের কাছে পরিচিতি করেছে। সকল খেলায় সাতক্ষীরার সন্তানেরা এগিয়ে রয়েছে। এই জন্য লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীরা খেলার প্রতি উৎসাহিত করতে হবে। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক একেএম আনিছুর রহমান, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ক্রীড়া সংস্থার সদস্য কাউন্সিলর ফারহা দিবা খান সাথী, রিপন কাজী কামরুজ্জামান। খেলা পরিচালনা করেন সাইফুল ইসলাম, আবুল হাসান ও কাজী ফরহাদ, এসময় ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন খন্দকার আরিফ হাসান প্রিন্স।

Check Also

সাতক্ষীরা জেলা প্রশাসনের কর্মশালায় সাংবাদিকদের দাওয়াত নিয়ে বৈষম্যের অভিযোগ 

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় হাওর না থাকলেও হাওরের ১০০ বছর এবং আমাদের করণীয়” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।