নাইজেরিয়ায় সাম্প্রদায়িক সহিংসতা : নিহত ৫৫

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কাদুনা রাজ্যের একটি বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে সাম্প্রদায়িক সহিংসতায় ৫৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন কাদুনা রাজ্য পুলিশের কমিশনার। ঘটনার পর কর্তৃপক্ষ শহরজুড়ে কারফিউ জারি করেছে। গত শনিবার রাজ্যটির কাসুয়ান মাগানি শহরে এ ঘটনা ঘটেছে বলে নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারির বরাতে জানিয়েছে বিবিসি। শহরটির একটি বাজারে ঠেলাগাড়ি চালকদের মধ্যে ঝগড়ার পরিণতিতে মুসলিম ও খ্রিস্টান তরুণরা সংঘর্ষে জড়িয়ে পড়ে বলে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলোতে বলা হয়েছে। প্রেসিডেন্ট বুহারির দাপ্তরিক মুখপাত্র গার্বা শেহু এক টুইটে জানিয়েছেন, এ ধরনের বিরোধের ঘটনায় ঘন ঘন সহিংসতার ব্যবহারে ‘উদ্বেগ’ প্রকাশ করেছেন বুহারি। বুহারি বলেছেন, জীবনের পবিত্রতার প্রতি এই উপেক্ষা কোনো সংস্কৃতি ও ধর্মই সমর্থন করে না। যে কোনো সমাজের কল্যাণ ও অগ্রগতির জন্য শান্তিপূর্ণ সহাবস্থান জরুরি। বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সুসম্পর্ক ছাড়া আমাদের দৈনন্দিন উদ্দেশ্য সাধনও অসম্ভব হবে। তিনি সহনশীলতাকে উৎসাহিত করতে এবং এ ধরনের মতভেদ সহিংসতায় পর্যবসিত হওয়ার আগেই থামানোর জন্য সমাজের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন।

Check Also

সাতক্ষীরায় সাড়ে ৩শ’ কেজি অপদ্রব্য মিশ্রিত আম জব্দ

সাতক্ষীরার কালিগঞ্জে বাজারজাত করার উদ্দেশ্যে গাছ থেকে আম পাড়ার সময় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে ৩৫০ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।