যশোর প্রতিনিধি ॥ যশোরে ২৫পিচ ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৬। গতকাল রাত সাড়ে, এগারটায় তাকে আটক করে র্যাব, আটক মাদক ব্যবসায়ী সেলিম হোসেন (২৯) যশোর বেনাপোল পোর্ট থানার মোঃ তাহাজ্জত আলীর পুত্র। জানাগেছে চলমান মাদক ও জঙ্গী বিরোধী অভিযানের অংশ হিসাবে শনিবার গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ এর একটি চৌকুস দল শীবনাথপুর বারোপোতা থেকে তাকে ইয়াবা ট্যাবলেট সহ আটক করে। আসামীকে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলার জন্য এজাহার দায়ের করা হয়েছে। যশোর র্যাব-৬ অতি: পুলিশ সুপার মুহাম্মদ ছুরত আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
