সাতক্ষীরায় নাশকতা ও সহিংসতা পরিস্থিতি এড়াতে জেলা পুলিশের মহড়া অনুষ্ঠিত

ক্রাইমবার্তা রিপোটঃ  আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে নাশকতা ও সহিংসতা ও বিশৃংখলা পরিস্থিতি এড়াতে সাতক্ষীরা জেলা পুলিশের মহড়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমানের নেতৃত্বে জেলা পুলিশ লাইনস্ হতে মহড়া বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে খুলনা রোড মোড়ে শেষ হয়। মহড়া শেষে পুলিশ সুপার সাজ্জাদুর রহমান জেলাবাসীকে সরকারের সকল নিয়মনীতি মেনে চলার আহ্বান জানান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতি: পুলিশ সুপার মোঃ ইনতুৎ মিশ, সিনিয়র সহকারী পুলিশ সুপার তালা মোঃ অপু সরোয়ার, কালিগঞ্জ মোঃ জামিরুল ইসলাম, দেবহাটা শেখ ইয়াছিন আলী, সদর ওসি মোঃ মোস্তাফিজুর রহমান, সহ জেলা পুলিশের সকল থানার অফিসার ইনচার্জ ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Check Also

নারায়ণগঞ্জে শিশুসহ ৩ জনের বস্তাবন্দী মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি পুকুরপাড় থেকে বস্তাবন্দী অবস্থায় এক শিশুসহ দুই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।