গাভী পালন করে স্বাবলম্বী খুলনার অাব্দুল মান্নান

জিল্লুর রহমান:খুলনা:   গাভী পালন করে স্বাবলম্বী খুলনার অাব্দুল মান্নান। নয়টি গরু নিয়ে খামার শুরু করে বর্তমানে তার খামারে ৮৮ টি গরু। খামারি অাব্দুল মান্নান খুলনার সোনাডাংগা এলাকার গল্লামারি অঞ্চলের এক জন দুধ উৎপাদন কারী। তার খামারে সারা বছরই ৮ থেকে ১০ জন লোক অাত্নকর্মস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। জেলা পশু সম্পদ বিভাগের সহযোগীতা ও দেশের বড় বড় খামারিদের পরামর্শে তিনি খামার পরিচালনা করেন।এতে তার খামারে গরুর রোগ ব্যাধী তুলনা মুলক কম। বছর শেষে শুধু দুধ বিক্রি করে ৪ থেকে ৫ লক্ষ টাকা মুনাফা পান। আব্দুল মান্নান বি,জি,বির চাকরি করতেনন। শারিরীক দূর্ঘটনার কারনে তাঁর চাকরী চলে যাওয়াতে তিনি গাভীর ফার্ম করার সিদ্ধান নেন। প্রথমে তিনি ২ টা গাভী কেনেন। দ্বিতীয় বছরে দুইটা গাভী বাচ্চা দেয়,একটি বোকনা বাচুর এবং অপরটি এড়ে বাছুর,তখন গরুর সংখ্যা দাড়ায় চারটা তে,তৃতীয় বছরে গরুর সংখ্যা দাড়ায় ছয়টি তে,এবং চতুর্থ বছর গরুর সংখ্যা দাড়ায় বার টি তে,তখন বার টি গরু থেকে তিনি ৩ টি এড়ে গরু বিক্রয় করে দিয়ে,৬ টি গাভী এবং ৩টি এড়ে নিয়ে মোট নয়টি গরুর একটি খামার তৈরী করেন। নয়টি গরু থেকে ১০ বছরে তিনি ৮৮টি গরুর মালিক হন।৮৮ টি গরুর মধ্যে আছে ৫১ গাভী এবং ৩৭ টি আড়ি, বর্তমানে ৮৮ গরুর জন্য তিনি পাঁচটি খামার তৈরী করেন। তাঁর এ কাজে তাঁর স্ত্রী এবং তাঁর দুই পুত্র সহযোগীতা করে। আব্দুল মান্নান জানান প্রতি দিন তার গাভী থেকে ১৪০-১৫০ লিটার দুধ পান। প্রতিদিন প্রায় পাঁচ হাজার টাকার দুধ বিক্রি করেন। গরুর পিছনে খরচ হয় প্রতিদিন প্রায় চার হাজার টাকার মতো।তাঁর পরিবারে দুই পুত্র এবং এক কন্যা লেখা পড়া করেন। তিনি এখন শুধু গরুর খামার করেই তিনি তার পরিবারের সন্তানদের লেখাপড়া সহ, তার পরিবারের সকল চাহিদা মিটান বলে জানিয়েছেন। তিনি বলেন এ বছর কোরবানিতে ১৬ টি গরু, ৯ লক্ষ ৮৫ হাজার টাকা বিক্রি করেছেন,তিনি জানান আগামী কোরবানীতে ২১ টি গরু বিক্রি করবেন,তিনি বলেন গরুর ব্যাবসা করে খুলনা শহরে ৬ কাঠা জমি কিনেছেন,তিনি আগামীতে আরো একটি খামার তৈরী করবেন। বর্তমানে তিনি এলাকার একজন অার্দশ খামারি। তার দেখা দেখিতে এলাকায় অনেকেই গাভী পালনে অাগ্রহী হয়ে উঠেছে। জেলা প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তা জানান, মান্নান একজন দক্ষ খামারি। অাধুনিক পদ্ধতিতে তিনি গাভী পালন করেন। তিনি নিয়মিত তাদের কাছ থেকে পরার্মশ নেন

Check Also

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।