ক্রাইমবার্তা রির্পোটঃ অভয়নগর উপজেলার নওয়াপাড়া পাঁচকবর নামক স্থানে পাথরবোঝাই একটি ট্রাকের সঙ্গে ট্রেনের সংঘর্ষ হয়েছে। এতে হতাহতের ঘটনা না ঘটলেও খুলনার সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ প্রায় তিন ঘণ্টা বন্ধ ছিল। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নওয়াপাড়া রেলস্টেশন মাস্টার মহাসিন রেজা জানান, খুলনা থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসা কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন সকাল সাড়ে ৮টার দিকে নওয়াপাড়া রেলস্টেশন অতিক্রম করে। এরপর ট্রেনটি পাঁচকবর এলাকার করিম পেট্রোলিয়াম ডিপো এলাকায় পৌঁছালে একটি পাথরবোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ট্রাকটি রেললাইনের সঙ্গে আটকে যায়। এর আগেই ট্রাকচালক ও তাঁর সহকারী ট্রাক ফেলে পালিয়ে যান। এ ঘটনার পর থেকে খুলনার সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।
মহাসিন রেজা আরো বলেন, আটকে থাকা ট্রাকটি সরিয়ে নিতে রেলকর্মীদের সঙ্গে কাজে যোগ দেন পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রথমেই ট্রাক থেকে পাথর সরানো হয়। এরপর ট্রাকটি সরিয়ে নিলে বেলা সাড়ে ১১টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়