সহায়কের অর্থিক সহায়তা পেল যবিপ্রবির শিক্ষার্থী তারেক আহমেদ

এম, এ, আলীম (যশোর থেকে):যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম অঙ্গসংগঠন সহায়কের পক্ষ থেকে সোমবার (২২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী তারেক আহমেদকে পনের হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়।

তারেক আহমেদ বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি এখন বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রথম সেমিস্টারে পড়ছেন। গতবছর ২০১৭ সালের ৫ অক্টোবর শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামিম হাসানের নেতৃতে হলে হামলার সময় পায়ে আঘাতপ্রাপ্ত হয়ে পা ভেঙ্গে যায়। পারিবারিক আর্থিক অসচ্ছলতার কারণে দীর্ঘদিন ধরে তিনি পায়ের চিকিৎসা করাতে পারছিলেন না।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একদল উদ্যমী শিক্ষার্থীদের সংগঠন ‘সহায়ক’। প্রতিষ্ঠার সূচনালগ্ন থেকেই নানা ধরনের সমাজসেবা ও গঠনমূলক কাজ করে আসছে সংগঠনটি, যার ফলস্বরূপ তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মহল থেকে কুড়িয়েছে বিশেষ সুনাম।

সাহায্য প্রদানকালে উপস্থিত ছিলেন- যবিপ্রবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মীর মশাররফ হোসেন। তাছাড়া সংগঠনের উদ্যোক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন- সাদেক বাচ্চু, সাকিব হাসান ও শাহরিয়ার জয়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- শহীদ মশিউর রহমান হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম রাবান্নী প্রমুখ।

Check Also

সাতক্ষীরা জেলা প্রশাসনের কর্মশালায় সাংবাদিকদের দাওয়াত নিয়ে বৈষম্যের অভিযোগ 

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় হাওর না থাকলেও হাওরের ১০০ বছর এবং আমাদের করণীয়” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।