সিলেটে সমাবেশ শেষে মুক্তাদিরসহ ৩০ নেতাকর্মী গ্রেপ্তার

ক্রাইমবাতা রিপোটঃ  সিলেটের রেজিস্ট্রারি মাঠে জাতীয় নাগরিক ঐক্যফ্রন্টের সমাবেশ থেকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদিরসহ ৩০ জনকে আটক করেছে পুলিশ। সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ জানান, সন্ধ্যায় নগরীর উপশহরের রোজভিউ হোটেলের সামনে থেকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরকে ধরে নিয়ে যায় পুলিশ। এ সময় আরোও কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল ইবনে রাজা জানান, সমাবেশের পর দক্ষিণ সুরমা বিএনপি, ছাত্রদলের কমপক্ষে ১২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আজমল বক্ত সাদেক বলেন, সমাবেশের পরপরই বহু নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের হাতে ঠিক কতজন গ্রেপ্তার হয়েছেন সেটি এখনো তারা হিসেব করে মেলাতে পারেননি। ৩০ জনের বেশি নেতাকর্মী আটক হয়েছেন বলে তারা জানতে পেরেছেন।

Check Also

ডিসেম্বরের ২১ দিনে রেমিট্যান্স এল ২ বিলিয়ন ডলার

চলতি ডিসেম্বর মাসের প্রথম ২১ দিনে দেশে বৈধ পথে ২০০ কোটি  মার্কিন (২ বিলিয়ন) ডলারের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।