ক্রাইমবাতা রিপোটঃ প্রকাশ্যে ঘুষ নেয়া, দুর্নীতি ও অসদাচরণের অভিযোগে সুপ্রিম কোর্টের তিন কর্মকর্তা কর্মচারীকে বরখাস্ত ও তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের সিদ্ধান্ত নেয়া হয়েছে। বরখাস্তরা হলেন, সুপ্রিম কোর্টের কমিশনার অব এফিডেভিট মো. রবিউল করিম, মো. নিজাম উদ্দিন ও এম.এল.এস.এস জেসমিন আক্তার। বুধবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার মো. সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, কমিশনার অব এফিডেভিট শাখার কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে প্রকাশ্যে ঘুষ গ্রহণসহ দুর্নীতির আশ্রয় নেয়ার সুনির্দিস্ট তথ্য এবং এই শাখায় রক্ষিত সিসিটিভি ক্যামেরায় ভিডিও ফুটেজ পর্যালোচনা করে তাদের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা নেয়া হয়েছে।
তিনি জানান, আজ বেলা ১১টার দিকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. মো. জাকির হোসেন, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. গোলাম রব্বানীসহ অন্য কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে কমিশনার অব এফিডেভিট শাখায় পরিদর্শনকালে কমিশনার অব এফিডেভিট রবিউল করিম এর কাছ থেকে ১৩ হাজার ৯৫ টাকা, নিজাম উদ্দিন এর জামার পকেট থেকে ২০৫ টাকা ও তার ড্রয়ার থেকে ২ হাজার ৩৩৫ টাকা এবং এম.এল.এস.এস জেসমিন আক্তারের কাছ থেকে ১ হাজার ৭৫ টাকা উদ্ধার হয়। তিনি জানান, জিজ্ঞাসাবাদে ঘুষ গ্রহণের বিষয়টি স্বাীকার করেন। পরে তাদেরকে প্রধান বিচারপতির অনুমোদনক্রমে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী সুষ্ঠ তদন্তের স্বার্থে চাকরি থেকে বরখাস্ত করা হয় এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের সিদ্ধান্ত নেয়া হয়।