আশাশুনিতে ফাঁদে ফেলে ৬ শিয়ালকে পিটিয়ে হত্যা

ক্রাইমবাতা রিপোটঃ আশাশুনি :আশাশুনি উপজেলার গুনাকরকাটি এলাকায় লোকালয়ে এসে হাঁস-মুরগি ধরে খাওয়ার অপরাধে ফাঁদ পেতে ছয়টি শিয়ালকে পিটিয়ে হত্যা করেছেন স্থানীয় লোকজন। এ নিয়ে প্রকৃতিপ্রেমী বিভিন্ন সংগঠন উদ্বেগ প্রকাশ করেছে। বন্যপ্রাণী রক্ষায় কঠোর আইনের প্রয়োগ বা জনসচেতনতা না থাকায় এমন ঘটনা ঘটেছে বলে দাবি তাদের। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গুনাকরকাটি এলাকায় বুধবার রাতের আঁধারে ফাঁদ পেতে ধরা হয় ছয়টি শিয়াল। নেট জালের ফাঁদে আটকা পড়া শিয়ালগুলোকে বৃহস্পতিবার সকালে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেন স্থানীয়রা। সচেতন এলাকাবাসী বলেন, বন্যপ্রাণী পরিবেশের ভারসাম্য রক্ষা করে। নির্বিচারে তাদের হত্যা করা আইনত দন্ডনীয় অপরাধ। যারা একাজে জড়িত তাদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা, সেই সঙ্গে জনসাধারণকে বন্যপ্রাণী হত্যা না করার বিষয়ে সচেতন করা জরুরী। তা না হলে অতিদ্রুত বন্যপ্রাণীরা হারিয়ে যাবে। এব্যাপারে আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাফফারা তাসনীন বলেন, শিয়ালগুলোকে পিটিয়ে হত্যার খবর পেয়ে ঘটনাস্থলে তদন্ত টিম পাঠানো হয়েছে। শিয়ালগুলোকে পিটিয়ে হত্যার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Check Also

যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।