ক্রাইমবাতা রিপোটঃ ‘বন্ধু একতা বন্ধু বল, মাদক ছেড়ে মাঠ চল’ স্লোগানে শেখ রাসেল স্মৃতি ৮ দলীয় নক আউট ক্রিকেট টূর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় পিটিআই মাঠে বন্ধু একাদশের আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরষিদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ও পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশি। খেলার আয়োজক ছিলেন প্রিন্স, প্রান্ত, নাসিম, ইমন, রাশেদ, রায়হান। খেলায় অংশ গ্রহনকারী দলসমূহ- সুলতানপুর ইয়ং স্টার ক্লাব, তনু একাদশ, বন্ধু একাদশ, মিলন একাদশ, আনারুল একাদশ, বাকাঁল ইয়ং স্টার, ৭নং ওয়ার্ড যুবলীগ, হুজাইফা একাদশ। উদ্বোধনী খেলায় সুলতাপুর ইয়ং স্টার ক্লাব বনাম তনু একাদশ অংশ গ্রহন করে। খেলায় অ্যাম্পায়ার ছিলেন মেহেদী হাসান ও ময়নুল হোসেন। স্কোরার ছিলেন নাসিম।
Check Also
সাতক্ষীরা জেলা প্রশাসনের কর্মশালায় সাংবাদিকদের দাওয়াত নিয়ে বৈষম্যের অভিযোগ
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় হাওর না থাকলেও হাওরের ১০০ বছর এবং আমাদের করণীয়” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত …