একতরফা নির্বাচনের পায়তারা করছে সরকার : মির্জা ফখরুল

ক্রাইমবার্তা ডেস্ক রিপোট:সরকার ‘একতরফা’ নির্বাচনের পায়তারা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার সকালে এক অনুষ্ঠানে তিনি বলেন, তারা (সরকার) নির্বাচনটা করতে চায় একতরফাভাবে। বিরোধী দলগুলো যেন নির্বাচনে না আসে এবং তারা একা একাই ২০১৪ সালের মতো একটা নির্বাচনের মাধ্যমে আবার ক্ষমতায় যেতে চায়। উদ্দেশ্যটা একটাই, বিনা নির্বাচনে সমস্ত বিরোথী দলগুলোকে বাইরে রেখে ক্ষমতায় যাওয়া। আমরা পরিস্কার করে বলতে চাই, বাংলাদেশের জনগন কখনোই এটা মেনে নেবে না এবং গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য, জনগনের অধিকারকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য নিশ্চয়ই আন্দোলনের মধ্য দিয়ে তারা বিজয় অর্জন করবে।

জাতীয়তাবাদী যুবদলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতা-কর্মীদের নিয়ে বিএনপি মহাসচিব শেরে বাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুস্পমাল্য অর্পন করেন। পরে প্রয়াত নেতার আত্মর মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত হয়। এ সময় দলের যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সিনিয়র সহসভাপতি মোরতাজুল করীম বাদরু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল বলেন, আজকে শুধু বিএনপি নেতৃবৃন্দ নয়, যারা গণতন্ত্রের পক্ষে কথা বলেছেন তাদেরও কারারুদ্ধ করেছে। গণতন্ত্রের সবচেয়ে বড় প্রবক্তা বাংলদেশে যার অবদান সবচেয়ে বেশি তাকে কারারুদ্ধ করেছে। দেশের সকল গণতান্ত্রিক কর্মীদের বিরুদ্ধে মামলা দিচ্ছে এবং কারাগারে বন্দি করেছে। দেশে একটা পুরোপুরিভাবে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছে। এদের লক্ষ্যই হচ্ছে এক দলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করা। যেটার লক্ষ্যেই তারা চলেছে।

নির্বাচন কমিশনের সমালোচনা করে তিনি বলেন, এই কমিশন সরকারের আজ্ঞাবহ। সরকার যা চাইবে তা করবে। এই নির্বাচন কমিশনের অধীনে যে সুষ্ঠু নির্বাচন হবে না – এটা আমরা বার বার বলেছি, এখনো বলছি। এটা বাস্তবতা এ কমিশনের অধীনে কখনো সুষ্ঠু নির্বাচন হবে না।

১/১১ পর সংস্কারপন্থী হিসেবে পরিচিত ‘নিষ্ক্রিয়’দের সক্রিয় করা হচেছ বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে গণতান্ত্রিক শক্তিগুলো আরো বেশি ঐক্যবদ্ধ হচ্ছে। সেই সঙ্গে যারা বাইরে ছিলো, নিষ্ক্রিয় ছিলো তারা সক্রিয় হওয়ার আকাংখা পালন করার জন্যই তাদের সকলকে সক্রিয় করা হয়েছে দলের সিদ্ধান্ত অনুযায়ী।

গতকাল গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ১/১১ সময়ে সংস্কারপন্থী হিসেবে চিহ্নিত ১১ জন সাবেক সংসদ সদস্যের সাথে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব।

Check Also

সাতক্ষীরায় পুত্রবধূর হাতে নির্যাতিত সেই স্কুলশিক্ষক মারা গেছেন

ক্রাইমবাতা রিপোট, সাতক্ষীরা:   ছেলে ও পুত্রবধূর হাতে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের শিকার সাতক্ষীরা সদর উপজেলার বাঁশতলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।