আশাশুনির মাদক সম্রাট শাহিনুরসহ ৪ মাদক ব্যাবসায়ী আটক

ক্রাইমবার্তা রিপোট: আশাশুনি: আশাশুনি থানা পুলিশের বিশেষ অভিযানে দক্ষিনাঞ্চালের মাদক সম্রাট নামে খ্যাত শাহিনুরসহ ৪ মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়েছে। থানার অফিাসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ জানান, শনিবার আশাশুনি থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে শনিবার রাত সাড়ে ১১ টার দিকে এসআই নাজিবুর রহমান, পিএসআই আঃ রাজ্জাক, এএসআই আনিসুর রহমান, এএসআই মাহাবুব হাসান, এএসআই ফেরদৌস কবির, এএসআই শাহ জামাল সঙ্গীয় ফোর্সের সহায়তায় ১০৩ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গোয়ালডাঙ্গা গ্রামের মৃত: রজব আলী সরদারের পুত্র দক্ষীনাঞ্চালের কুখ্যাত মাদক ব্যবসায়ী মাদক সম্রাট নামে খ্যাত শাহিনুর ইসলাম ওরফে শাহিন সরদার (৪৩)কে গ্রেফতার করেন। এসময় শাহিনুরের থেকে ইয়াবা ক্রয়ের জন্য আসা বড়দল গ্রামের মৃত: ইউনুস সানার পুত্র মোঃ ইসলামুল হক টুটুল (৪২), মানিকখালী গ্রামের বাবর আলী সরদারের পুত্র শফিউল আলম সুজন (৩০) এবং বড়দল গ্রামের আ: হামিদ সরদারের পুত্র আবু হাসান রিন্টু (৪৩)কে গোয়ালডাঙ্গা এলাকায় শাহিনুরের বাড়ি হতে হাতেনাতে গ্রেফতার করেন। আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে আশাশুনি থানার মামলা নং-১৫(১০)১৮ রুজু করে বরিবার সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।