ক্রাইমবার্তা রিপোট: বাংলাদেশ ওয়ার্কাস পার্টির সভাপতি ও সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন এমপি বলেছেন- ‘জামায়াত জোট সরকারের দু:শাসন এদেশের মানুষ আর দেখতে চায় না। এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করেছে আমার সরকার। এদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পুর্ণ। মধ্য আয়ের দেশে পরিণত করে বিশ্বের বুকে রোল মডেল হিসেবে বিবেচিত করেছে শেখ হাসিনার সরকার। আমরা যদি নিজেদের দিকে তাকায় তবে দেখব কি পরিবর্তন এসেছে।’
রবিবার বিকাল ৩টায় সাতক্ষীরার তালায় দলীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন- ‘২০১৩ সালের পর জামায়াত জোট সরকারের জ্বালাও পোড়াও এর বিরুদ্ধে সাহসী ভুমিকা রেখেছে তালা-কলারোয়া আসনের এমপি মুস্তফা লুৎফুল্লাহ। ২০১২ সাল থেকে ছাত্ররা সরকারি চাকরির বয়সসীমা ৩৫ করার লক্ষ্যে আন্দোলন করে আসছে। এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ সংসদে উত্থাপনের পর সরকার তা আমলে নিয়েছে। তাই আবারও তালা-কলারোয়ায় ১৪ দলের প্রার্থী হবে মুস্তফা লুৎফুল্লাহ।’
তালা উপজেলা ওয়ার্কাস পার্টির উদ্যোগে স্থানীয় উপজেলা পরিষদ চত্বরে সম্মেলন উপলক্ষ্যে উদ্বোধনী সমাবেশের আয়োজন করা হয়।
তালা উপজেলা ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক প্রভাষক সরদার রফিকুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ ওয়ার্কাস পার্টির পলিট ব্যুরো সদস্য (তালা-কলারোয়া)-১ আসনের এমপি এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ এমপি, পলিট ব্যুরো সদস্য দীপঙ্কর সাহা দীপু, সাতক্ষীরা জেলা ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মহিবুল্লাহ মোড়ল, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য অধ্যাপক সাবির হোসেন ও ফাহিমুল হক কিসলু।
সমাবেশ সঞ্চালনা করেন বাংলাদেশ ওয়ার্কাস পার্টির জেলা কমিটির সদস্য স্বপন কুমার শীল।
অনুষ্ঠান পূর্বে তালা উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনার আয়োজন করা হয়। এতে প্রেসক্লাবের সভাপতি প্রনব ঘোষ বাবলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন মন্ত্রী রাশেদ খান মেনন।
এসময় প্রেসক্লাবের দ্বিতল ভবনের দাবি সমুহ প্রধানমন্ত্রী ও তথ্যমন্ত্রীর নিকট পৌছানোর আহবান জানানো হয়।
নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করাই ঐক্যফ্রন্টের লক্ষ্য
সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন এমপি আরো বলেন- ‘ক্ষমতার চাবিকাটি ডাকাতদের হাতে জনগণ কোনদিন তুলে দেবেনা। বিএনপি’র মাথায় কাঠাল ভেঙে কোষ খাবার চেষ্টা করছে কামাল, মান্না, রবসহ একটি চক্র। তাদের এ আশা কোনদির পূরণ হবেনা। তিনি আরও বলেন, নির্বাচন নয়, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করাই ঐক্যফ্রন্টের লক্ষ্য। কারণ তারা ভালোভাবেই জানে যে তাদের সাত দফা দাবী পূরণ হবার নয়। তারপরও এনিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে তারা।’
তিনি বলেন- ‘বাংলাদেশ এখন এগিয়ে চলেছে, সেটা নিজেদের দিকে তাকালেই বোঝা যায়। মানুষের মাথাপিছু আয় বেড়েছে। কৃষকদের উৎপাদিত ধান ও সবজি দেশেরে চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানী হচ্ছে। সাতক্ষীরার আম বিদেশ যাচ্ছে, ওষুধও রপ্তানি করা হচ্ছে। ডিজিটাল বাংলাদেশে এখন প্রত্যেকের হাতে স্মার্টফোন শোভা পাচ্ছে।’
স্থানীয় (তালা-কলারোয়া আসনের) সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ বিগত ৫ বছর এলাকার উন্নয়নে সোচ্চার ছিলেন। আগামী নির্বাচনেও তিনি এ আসনে ১৪ দলের প্রার্থী হবেন বলে ঘোষণা করেন সরকারের এ মন্ত্রী।