রাজশাহীর পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত দুই

আরিফুল রুবেল,পুঠিয়া প্রতিনিধিঃরাজশাহীর পুঠিয়ায় একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে চালকসহ দুইজন নিহত হয়েছেন। রবিবার (২৮অক্টোবর) সকাল সাড়ে-৭টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের বেলপুকুর-ভাংড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার নিমগাছি এলাকার মসলেম উদ্দীনের ছেলে ও প্রাইভেট কার চালক নিয়ামত আলী (৫০) এবং প্রাইভেট কারের যাত্রী বগুড়া জেলার আদমদিঘি-নরশাদপুর গ্রামের আশরাফ আলীর ছেলে আব্দুল মান্নান (৫৮)।

বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত দুইজন একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ ৩৩-৪৪২৮) যোগে নাটোরের দিক থেকে রাজশাহী আসছিল।পথে ভাংড়া এলাকায় আসামাত্র প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে গাড়ীতে থাকা দুইজনই ঘটনাস্থলে নিহত হয়েছেন।

এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

Check Also

তাবলীগ জামায়াতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ-সমাবেশ

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : তাবলীগ জামাতে সাদপন্থীদের বর্বোরিচত হামলার প্রতিবাদ ও সাতক্ষীরা জেলা আ.লীগের সহসভাপতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।