সাতক্ষীরায় বখাটের অত্যাচারে স্কুল ছাত্রীর আত্মহত্যা !

ক্রাইমবার্তা রিপোট:সাতক্ষীরায় বখাটে মেহেদী হাসানের অত্যাচার সহ্য করতে না পেরে আসফিয়া খাতুন চাঁদনী (১৬) নামের দশম শ্রেণীর এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার সকাল ৯ টার দিকে বাড়ির সবার অজান্তে ঘরের ভিতর গলায় রশি পেঁচিয়ে মেয়েটি আত্মহত্যা করে। পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মেহেদী হাসানকে গ্রেফতার করেছে।

চাঁদনী সাতক্ষীরা পৌরসভার বাগানবাড়ী এলাকার স্বামী পরিত্যাক্ত তফুরা খাতুনের কন্যা ও কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ১০ শ্রেণির মেধাবী ছাত্রী। সোমবার সকাল ৯টায় বাগানবাড়ীস্থ নিজ বাড়িতে এঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, বাগানবাড়ি এলাকার শফিকুল ইসলামের ছেলে বখাটে মেহেদী হাসান (২২) প্রায় ওই মেয়েটিকে উত্যক্ত করতো। এলাকায় মেয়েটি চলাফেরা করতে পারতো না। স্কুলে যাওয়া-আসার পথেও বখাটে মেহেদী তাকে বিভিন্ন ভাবে কুপ্রস্তাব দিতো। এ ঘটনার জের ধরে সোমবার সকালে চাঁদনী সবার অজান্তে নিজ ঘরের মধ্যে আড়ার সাথে গলায় উড়না পেচিয়ে আত্মহত্যা হত্যা করে বলে পরিবারের অভিযোগ। তার পিতা আব্দুল গফফার কয়েকবছর পূর্বে তার মাতাকে ত্যাগ করে অন্যত্র বিয়ে করে চলে যায়।

চাঁদনীর পিতা আব্দুল গফফার বলেন, বখাটে মেহেদী হাসান প্রায় তার মেয়েকে উত্যক্ত করতো। মেহেদীর অত্যাচার সহ্য করতে না পেরে তার মেয়ে আত্মতহ্যা করেছে। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই।

সাতক্ষীরা সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান ঘটনার বিষয়ে বলেন, মেহেদী হাসান নামের ওই বখাটেকে আমরা ইতিমধ্যে গ্রেফতার করেছি। নিহতের পরিবার ও আশপাশের লোকজন মনে করে মেহেদীর কারণে মেয়েটি আত্মহত্যা করেছে। এলাকায় এ নিয়ে গুঞ্জন রয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। ময়না তদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

এদিকে সোমবার সন্ধ্যায় এই মর্মান্তিক ঘটনা জানার পর সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল ও পুলিশ সুপার সাজ্জাদুর রহমান ঘটনাস্থলে যান এবং এ ঘটনা যথাযথ তদন্ত করে কঠোর ব্যবস্থা গ্রহনের আশ্বাস প্রদান করেন।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।