ফয়সাল মাহমুদ ,যশোর :গরুর খুরা রোগের কার্যকর টিকা উদ্ভাবন করায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে যবিপ্রবি সাংবাদিক সমিতি। আজ বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্যের কার্যালয়ে ফুল দিয়ে অভিনন্দন জানান সাংবাদিক সমিতির সদস্যরা।
গত ১৬ অক্টোবর বিকেলে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে মাননীয় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ যবিপ্রবির উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেনের নেতৃত্বে ১৭ সদস্যের একদল গবেষক গরুর খুরা টিকা উদ্ভাবন করেছেন বলে ঘোষণা দেন।
শুভেচ্ছা জানানোর সময় যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো: আানোয়ার হোসেন সাংবাদিক সমিতির সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান এবং বিশ্ববিদ্যালয়কে ইতিবাচকভাবে তুলে ধরার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো: আব্দুর রশিদ, যবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি রাসেল আহমেদ, সাধারণ সম্পাদক মোসাব্বির হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক কৃষ্ণ বালা, অর্থ সম্পাদক নাজমুল হোসেন, সাংগঠনিক সম্পাদক শরীফা সুলতানা মুক্তা, দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম আকাশ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আকাশ আহমেদ, প্রচার সম্পাদক হাবিবুর রহমান ইমরান, কার্যকরী পরিষদের সদস্য ফয়সাল আহমেদ ইমন, তোফায়েল প্রধান, প্রত্যাশা বালা, রাশেদ খান প্রমুখ।