ঢাকা: আদালতের দুইটি প্রবেশমুখের গেটে তালা দেয়ার ঘটনাকে কেন্দ্র করে সুপ্রিমকোর্টে আওয়ামী লীগ ও বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।
বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে খালেদা জিয়ার সাজার প্রতিবাদে বিএনপিপন্থী আইনজীবীরা আদালত বর্জন করে বিক্ষোভের সময় এ হাতাহাতির ঘটনা ঘটে। তাদের মধ্যে দফায় দফায় ধাক্কাধাক্কি ও হট্টগোল চলছে।
বুধবার সকাল নয়টা থেকে বার সমিতি ভবন থেকে আদালতের প্রবেশ মুখের ছোট গেটে (কলাপসিবল গেট) তালা লাগিয়ে বিক্ষোভ শুরু করেন বিএনপিপন্থী আইনজীবীরা। পরে সেখানেই তারা অবস্থান নেয়।
কিন্তু তালা খুলে ঐ পথ দিয়ে আওয়ামীপন্থী আইনজীবীরা আদালতে যেতে চাইলে তাতে বাধা দেয় বিএনপিপন্থী আইনজীবীরা। এতে দুইপক্ষের আইনজীবীদের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। সেখানে অবস্থান নেয় দুই পক্ষের আইনজীবী। কিছুক্ষণ পরপরই থেমে থেমে চলছে দুই পক্ষের মধ্যে হট্টগোল।
বিএনপিপন্থী আইনজীবীরা জড়ো হয়ে কিছুক্ষণ পরপরই ‘আদালত রক্ষা কর’ শ্লোগানসহ মিছিল করছেন আদালত প্রাঙ্গণে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত আদালত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।