বিএনপির অনশন কর্মসূচি থেকে যুবদল নেতাসহ ৩ জন আটক

ক্রাইমবার্তা রিপোট:   বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আজ বৃহস্পতিবার অনশন করছেন যশোর জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ কর্মসূচি পালনের সময় যশোর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কবির হোসেন বাবুসহ তিনজনকে আটক করেছে পুলিশ। যশোর জেলা বিএনপি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকালে প্রেসক্লাব যশোরে এ কর্মসূচি পালন করে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু জানান, পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী সকাল ৯টায় প্রেসক্লাব যশোরে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে অনশন কর্মসূচি শুরু হয়। অনশন চলাকালে ১০টার দিকে পুলিশ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কবির হোসেন বাবু, যুবদল কর্মী সাইফুল ইসলাম বাবু ও জাহঙ্গীরসহ তিনজনকে আটক করে নিয়ে যায়। তিনি আরো জানান, এ সময় তারা প্রেসক্লাবের বাইরে দাঁড়িয়ে ছিলেন। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আটককৃতদের মুক্তির দাবি জানান তিনি।

সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, সরকার মানুষের সব অধিকার কেড়ে নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া খর্ব করছে। একদিকে সরকার মুখে গণতন্ত্রের বুলি আওড়াচ্ছে, অন্যদিকে বিরোধীদলকে ন্যূনতম কোনো সভা সমাবেশ করতে দিচ্ছে না। তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাগারে আটকে রাখা হয়েছে। তিনি সরকারকে এসব অগণতান্ত্রিক প্রক্রিয়া প্রত্যাহার করে বেগম খালেদা জিয়াকে মুক্তি দেয়ার আহ্বান জানান।

কর্মসূচিতে যশোর সদর উপজেলা বিএনপির সভাপতি নুর-উন-নবী, সাধারণ সম্পাদক কাজী আজম, জেলা যুবদরে সভাপতি এম তমল আহমেদ, সাধারণ সম্পাদক আনছারুল হক রানাসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Check Also

তালায় ইউপি পরিষদ কক্ষে দুই সাংবাদিকের উপর হামলা, প্রতিবাদে মানববন্ধন

তালা প্রতিনিধি তালার ইসলামকাটি ইউনিয়ন পরিষদে সাংবাদিক আক্তারুল ইসলাম ও আতাউর রহমানের ওপর সন্ত্রাসী রমজান আলী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।