দেশের মালিক জনগণ,তাই জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দিতে হবে: ড. কামাল

ক্রাইমবার্তাডেক্স রিপোর্টঃ জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন , দেশের মালিক জনগণ। তারা ঐকবদ্ধ হয়ে শক্তিশালি হলে যেকোন ধরণের আক্রমনের জবাব দিতে পারবে। তিনি বলেন,জাতীয় ঐক্য হচ্ছে জনগণের ঐক্য। জনগণের সে ঐক্যের মাধ্যমে যে শক্তি বৃদ্ধি হয় তাকে কোন ধরণের আক্রমণ করে থামিয়ে দেয়া যাবে না। এটা মুক্তিযুদ্ধেই দেখেছি।

জেলহত্যা দিবস উপলক্ষে  শুক্রবার গণফোরাম কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন এসব কথা বলেন।

এতে সভাপতিত্ব করেন গণফোরাম সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু। স্মরণসভায় গণফোরাম অন্যান্য নেতাদের মধ্যে অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, মফিজুল ইসলাম খান কামাল, জগলুল হায়দার আফ্রিক, আ.ও.ম শফিক উল্লাহ, সাইদুর রহমান সাইদ,মোশতাক আহমদ, খান সিদ্দিকুর রহমান, অ্যাডভোকেট মোঃ সগীর আনোয়ার, সাইদুর রহমান সাইদ ,রফিকুল ইসলাম পথিক, মিজানুর রহমান মিজান অ্যডভোকেট মোঃ জানে আলম, মুহম্মদ রওশন ইয়াজদানী, ফরিদা ইয়াছমীন প্রমুখ বক্তব্য রাখেন।

এদিকে স্মরণসভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. কামাল হোসেন বলেন, খোলামন নিয়ে বসলে, ব্যক্তি, পরিবারের স্বার্থ না দেখলে অবশ্যই সংবিধানের আলোকে সব সমস্যা সমাধান সম্ভব। এর পাশাপাশি তিনি জানান সরকার সমস্যার সমাধানে আন্তরিক হলে অবশ্যই আবার আলোচনায় বসা যাবে।

ড. কামাল হোসেন আরো বলেন, আমাদের সামনে এখন অনেক কাজ। দেশের মানুষকে নিয়ে দেশ গড়ার কাজ। এটা অনস্বীকার্য দেশে গত ৪৭ বছরে অবশ্যই উন্নয়ন হয়েছে। অনেক ঝড় তুফান মোকাবেলা করে আমরা সামনে দিকেই এগিয়েছি। দেশ এগিয়েছে। যারাই আক্রমণ করেছে তখনই বলা হয়েছে দেশ পিছিয়ে যাবে।

তিনি বলেন, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের মাধ্যমে আমাদের পিছিয়ে দেয়ার চেষ্টা করা হযেছে। এরপরে জেলহত্যা হয়েছে। জগন্যতম হত্যাকান্ডের পর বলা হয়েছে আমরা আর সামনের দিকে এগুতে পারব না। বাঙালী আর মাথা তুলে দাড়াতে পারবে না। এরা আবার আগে অবস্থানে ফিরে যাবে- কিন্তু তা তো হয়নি। দেশ ঠিকই সকল বাঁধা বিপত্তি কাটিয়ে সামনের দিকে এগিয়েছে।

ড. কামাল বলেন, এখন যে ঐক্য গড়ে উঠেছে তা স্বাধীনতার ভিত্তি করেই গড়ে উঠেছে। স্বাধীনতার স্বপ্ন ছিল এদেশের মালিক আমরা। ক্ষমতার মালিক। শেষ মুহুর্ত পর্যন্ত এটা মনে রাখতে তিনি দেশের জনগণের কাছে আহবান জানান। তিনি বলেন, স্বাধীনতার পরে নানাভাবে  জাতি ঐক্য করেছে। আর তাতে বিজয়ের ফল ঘরে এনেছে। রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ থাকতে তখন বলা যায় এটা আমার প্রাপ্য এটা আমাকে দিতে হবে। এটা আমরা অধিকার এটা ভোগ করতে হবে। আর এজন্য সামনের দিনগুলি খুবই গুরুত্বপূর্ণ।

গণফোরাম সভাপতি বলেন, অনেকে দেশে অগ্রগতির কথা বলে থাকেন। অবশ্যই উন্নয়নকে আমরা স্বাগত জানাই। কিন্তু সে উ্ন্নয়ণের সুষম বন্টন হতে হবে। কতিপয় লোক একা সব ভোগ করবে-তা হবে না। তিনি বলেন, মালিক শুধু অধিকার ভোগ করে না। তাদের দায়িত্বও থাকে। তিনি বলেন, যারা দেশের মালিক তারাতো অসহায় বোধ করতে পারে না। মালিকরা ঐকবদ্ধ ও সংঘবদ্ধ হয়ে দাড়ায় তাহলে কোন আঘাত করলে তাদেরকে শিক্ষা দেয়া যায়। এপ্রসঙ্গে তিনি মুক্তিযুদ্ধে উদাহরণ তুলে ধরে বলেন, মুক্তিযুদ্ধে ঐক্যবদ্ধ জনতা ঠিকই শক্তিশালি সামরিক বাহিনীর দেশটিকে পরাজিত করে জয়লাভ করেছে।

Check Also

সাতক্ষীরায় পুত্রবধূর হাতে নির্যাতিত সেই স্কুলশিক্ষক মারা গেছেন

ক্রাইমবাতা রিপোট, সাতক্ষীরা:   ছেলে ও পুত্রবধূর হাতে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের শিকার সাতক্ষীরা সদর উপজেলার বাঁশতলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।