মাউশি মহাপরিচালক অধ্যাপক মাহাবুবুর রহমাননের মৃত্যুতে রোববারের জেএসসি-জেডিসি পরীক্ষা শুক্রবার

ক্রাইমবার্তাডেক্স রিপোর্ট :   জেএসসি পরীক্ষাসারাদেশে চলমান জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার আগামীকাল রোববারের (৪ নভেম্বরের) পরীক্ষা স্থগিত করা হয়েছে। এই পরীক্ষা আগামী শুক্রবার (৯ নভেম্বর) অনুষ্ঠিত হবে। অনিবার্য কারণে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সূত্রে জানা গেছে। শুক্রবার পরীক্ষা শুরু হবে সকাল ৯টা থেকে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব নাজমূল হক খান জানান, ‘আগামীকাল রোববার জেএসসির ইংরেজি প্রথম পত্র আর জেডিসির আরবি দ্বিতীয় পত্র পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে এই পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হচ্ছে। রোববারের পরীক্ষাগুলো শুক্রবার নেওয়া হবে। অন্যান্য দিন পরীক্ষা সকাল ১০টায় শুরু হলেও শুক্রবার পরীক্ষা শুরু হবে সকাল ৯টায়।’

উল্লেখ্য, বৃস্পতিবার (১ নভেম্বর) সারা দেশে একযোগে জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু হয়েছে। এবার জেএসসি-জেডিসি পরীক্ষায় ২৬ লাখ ৭০ হাজার ৩৩৩ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। তার মধ্যে ১৪ লাখ ৪৬ হাজার ৬০১ জন ছাত্রী এবং ১২ লাখ ২৩ হাজার ৭৩২ জন ছাত্র। দেশের ২৯ হাজার ৬৭৭টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দুই হাজার ৯০৩টি কেন্দ্রে জেএসসি-জেডিসি পরীক্ষায় অংশ নিচ্ছে।

ক্রাইমবার্তা ডেস্করিপোট:  মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক মাহাবুবুর রহমান(৫৮) আর নেই (ইন্নালিল্লাহি…রাজিউন)।বাংলাদেশ সময় শনিবার দুপুর ১২টায় সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও মেয়েসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।তিনি ফুসফুস সংক্রমণজনিত রোগে আক্রান্ত হয়ে প্রায় দেড় মাস আগে সিঙ্গাপুরে চিকিৎসার জন্য গিয়েছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার জন্য ৫০ লাখ টাকা অনুদান দিয়েছিলেন।জনপ্রিয় এই শিক্ষক অল্প দিনে মহাপরিচালক হিসেবে সততা নিষ্ঠা ও কর্মদক্ষতার গুণে ব্যাপক প্রশংসিত হয়েছিলেন।তার মৃত্যুতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, বিসিএস সাধারণ শিক্ষা সমিতি, বাংলাদেশ এডুকেশন রিপোর্টারস অ্যাসোসিয়েশন ও স্বাধীনতা বিএসসি সাধারণ শিক্ষা সমিতি শোক জানিয়েছে।

Check Also

তাবলীগ জামায়াতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ-সমাবেশ

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : তাবলীগ জামাতে সাদপন্থীদের বর্বোরিচত হামলার প্রতিবাদ ও সাতক্ষীরা জেলা আ.লীগের সহসভাপতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।