ক্রাইমবার্তা রিপোট: বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।রোববার এক বিবৃতিতে তিনি শোক প্রকাশ করে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।রোববার বিকাল ৫টা ৫ মিনিটে রাজধানীর অ্যাপলো হাসপাতালে ইন্তেকাল করেন তরিকুল।বর্ষীয়ান এ বিএনপি নেতা দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ নানা রোগে ভুগছিলেন। তার মৃত্যুতে শোক জানান বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তরিকুল ইসলামকে গত ১২ অক্টোবর পুরান ঢাকার গেণ্ডারিয়ার আসগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার ডায়ালাইসিস করা হয়।
এরপর তাকে আইসিইউতে রাখা হয়েছিল। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় পরদিন শনিবার তাকে অ্যাপোলো হাসপাতালে স্থানান্তর করা হয়।
তরিকুল ইসলাম চারদলীয় জোট সরকারের তথ্য ও পরিবেশমন্ত্রী ছিলেন।