মসিয়াররহমান কাজল,বেনাপোল: বেনাপোলের চেকপোষ্ট কাস্টমসে ১০ লাখ টাকা মূল্যের ২ টি সোনার বার ভারতে পাচারের সময় শহিদুল ইসলাম (২৭) নামে একজন স্বর্ণ পাচারকারীকে আটক করেছে কাস্টমস এর শুল্ক গোয়েন্দার সদস্যরা।
সে শরিয়তপুর জেলার জাজিরা থানার কুন্দেচর গ্রামের নূরুল ইসলামের ছেলে। তার পাসপোর্ট নম্বর – ০০৮৯২৭০।
রোববার (০৪ নভেম্বর ) সকাল ১০ টার সময় চেকপোস্ট কাস্টমস এর ল্যাগেজ স্ক্যানিংয়ের পর তাকে আটক করা হয়।
শুল্ক দফতর সূত্রে জানা যায়, গোপন খবরের ভিত্তিতে সোনা পাচারকারী শহিদুলকে আটক করে তারা। পরে তার শরীর এক্সরে করে পায়ূ পথে ২ টি সোনার বারের সন্ধ্যান পায় কাস্টমস এর শুল্ক গোয়েন্দার সদস্যরা। এ সময় শহিদুলকে বেশি পরিমানে পানি ও জুস খাইয়ে সোনার বার ২ টি বের করেন শুল্ক গোয়েন্দার সদস্যরা। যার বাজার মূল্য ১০ লাখ টাকা।
কাস্টমসের শুল্ক গোয়েন্দা দফতরের রাজস্ব কর্মকর্তা আকবর হোসেন ২০০ গ্রাম ওজনের ২ টি সোনার বার আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত কে সোনাসহ বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।