জেল হত্যা দিবস উপলক্ষে জেলা ছাত্রলীগের আলোচনা সভা অনুষ্ঠিত

ফিরোজ হোসেন: জেল হত্যা দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক সাংসদ মুনসুর আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আবু আহমেদ, শেখ সাহিদ উদ্দিন সাহিদ, ফিরোজ কামাল শুভ্র, সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু,দপ্তর সম্পাদক হারুন উর রশিদ,ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক ও সাতক্ষীরা জজকোর্টের অতিরিক্ত পিপি এড. আজহার হোসেন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সদস্য জী এম ফাত্তাহ। এসময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগনেতা মৃন্ময় মনির , সাবেক জেলা ছাত্রলীগ নেতা জি এম ওয়াহেদ পারভেজ, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহিনুর আলম সাদ্দাম, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি শাওন, সাতক্ষীরা সরকারি কলেজ সভাপতি কাজী শাহেদ হোসেন, সাধারণ সম্পাদক আবুল কালাম, সিটি কলেজ সভাপতি মঈদুল ইসলাম, আলিফ খান, ফাহিম মৃনাল, দিপ প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান সাদিক।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন জাতীয় চার নেতাকে হত্যার মধ্য দিয়ে দেশের স্বাধীনতাকে চিরতরে ধুলিসাত করতে চেয়েছিল। ছাত্রলীগ সেদিন নের্তৃত্ব দিয়ে আওয়ামীলীগকে শক্তিশালী করেছিল। প্রধান অতিথি আরও বলেন ছাত্রলীগকে দ্বিধা বিভেদ ভূলে ঐক্যবব্ধভাবে কাজ করে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। দেশের প্রতিটি নের্তৃত্বে আন্দোলন তারা অগ্রনী ভূমিকা রেখেছে। ঠিক আগামী নির্বাচনে ছাত্রলীগকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় নিয়ে যেতে হবে।

 

Check Also

তালায় ইউপি পরিষদ কক্ষে দুই সাংবাদিকের উপর হামলা, প্রতিবাদে মানববন্ধন

তালা প্রতিনিধি তালার ইসলামকাটি ইউনিয়ন পরিষদে সাংবাদিক আক্তারুল ইসলাম ও আতাউর রহমানের ওপর সন্ত্রাসী রমজান আলী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।