কালিগঞ্জে আছিয়া লুতফর প্রিপারেটরী স্কুলে মা সমাবেশ অনুষ্ঠিত

হাফিজুর রহমান শিমুল কালিগঞ্জ (সাতক্ষীরা): কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহি বিদ্যাপীঠ আছিয়া লুতফর প্রিপারেটরী বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে মা সমাবেশ ও পিএসএসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান। সোমবার (৫ নভেম্বর) সকাল ১০ টায় বিদ্যালয় চত্বরে উক্ত অনুষ্ঠানে আছিয়া লুতফর প্রিপারেটরী স্কুলের প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং কমিটির সভাপতি মনজুর লুতফর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা একে এম মোস্তাফিজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জি এম রফিকুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, এম এম পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফেরদৌস আলম, কালিগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, উপজেলা সমবায় অধিদপ্তরের সহকারি কর্মকর্তা রমেন্দ্র বাছাড়, অফিস সহকারি খাঁন আব্দুর শুকর, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ সভাপতি আছিয়া লুতফর রহমান, কমিটির সদস্য নুরুল আমিন মোড়ল, শিক্ষক ফেরদৌস হোসেন প্রমুখ। শিক্ষার মান উন্নয়ন, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের মিলনমেলা প্রতিবছরের ন্যায় এবারও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে। কালিগঞ্জ উপজেলার মধ্যে মনোরম পরিবেশে, আন্তরিকতার ছোয়ায় পাঠদান ও সুরোম্য প্রাচীরে বেষ্টিত বিদ্যালয়টিতে বর্তমানে ২’শ ৬৬ জন শিক্ষার্থী অধ্যায়নরত আছে

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।