বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার আমীর হাফেজ রবিউল বাশার সোমবার শোকবাণী দিয়েছেন।
শোকবাণীতে তিনি বলেন, তরিকুল ইসলাম ছিলেন একজন উদার গণতন্ত্রমনা জাতীয়তাবাদী রাজনীতিবিদ। তিনি দেশের সকল স্বৈরাচার বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গিয়েছেন। সাতক্ষীরার যে কোন আন্দোলন সংগ্রামে তিনি বলিষ্ঠ ভুমিকা পালন করেছেন। সাতক্ষীরার রাজনীতিতে তার অবদানের জন্য তিনি জেলাবাসীর কাছে সরণীয় হয়ে থাকবে। তার ইন্তিকালে জাতি একজন বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী জাতীয় নেতাকে হারাল।
শোকবাণীতে তিনি তার রূহের মাগফিরাত কামনা করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাদেরকে এ শোকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন। শোক জানিয়েছেন,সাতক্ষীরা জামায়াতের জেলা সেক্রেটারী নূরুল হুদা, শ্যামনগর আসনের সাবেক এমপি জামায়াত নেতা গাজী নজরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ। প্রেবিজ্ঞপ্তি।
Check Also
সাতক্ষীরা জেলা প্রশাসনের কর্মশালায় সাংবাদিকদের দাওয়াত নিয়ে বৈষম্যের অভিযোগ
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় হাওর না থাকলেও হাওরের ১০০ বছর এবং আমাদের করণীয়” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত …