পাটকেলঘাটা প্রতিনিধি: তালায় বাড়ির ছাদ থেকে পড়ে স্কুল ছাত্রের করুন মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানায় তালা উপজেলার কুটিঘাটা গ্রামের অবসরপ্রাপ্ত বিডিয়ার কর্মকর্তার মতিয়ার রহমানের একমাত্র পুত্র দশম শ্রেণির ছাত্র এসএসসি পরীক্ষার্থী শামীম হোসেন (১৬) গত শনিবার সরুলিয়া প্রাইভেট শিক্ষকের নিকট পাইভেট পড়ছিল। এ সময় দুই বন্ধু শামীম ও মুজাহিদ ধরাধরি খেলা করছিল। অসাবধনতা বসত তারা ছাদ থেকে পড়ে যায়। আহত অবস্থায় শামীমকে প্রথমে সাতক্ষীরা পরে ঢাকা মেডিকেলে ভর্তি করা হলে রবিবার রাত ১টার দিকে শামীমের মৃত্যু হয়। তার মৃত্যুর খবরে স্কুলের শিক্ষক সহকর্মী ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ধানদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Check Also
আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. …