ক্রাইমবার্তা রিপোর্টঃ
দ্বিতীয় দফায় সংলাপ থেকে আশানরুপ ফল না পেয়ে আন্দোলনের ডাক দিয়েছে ঐক্যফ্রন্ট। বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দ্বিতীয় দফা সংলাপ থেকে ফিরে কামাল হোসেনের বেইলি রোডের বাসায় এক সংবাদ সম্মেলনে ঐক্যফ্রন্টের মুখ্যপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সাত দফা আদায়ের জন্য আমরা আন্দোলনে আছি। কাল পদযাত্রা হবে। পরশু রাজশাহীতে সমাবেশ।”
তিনি বলেন, ‘আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে। জনগণকে উদ্বুদ্ধ করে, তাদের সাথে নিয়েই দাবি আদায় করা হবে।’
ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা কামাল হোসেন বলেন, একটি অর্থবহ নির্বাচনের আশা নিয়েই তারা ক্ষমতাসীনদের সাথে সংলাপে গিয়েছিলেন।
‘আমরা তো চেষ্টা করে যাচ্ছি, করছি, করে যাব… দেশে একটা স্থিতিশীল অবস্থা, একটা শান্তিপূর্ণ অবস্থার মধ্যে সব কিছু হোক। দায়িত্ব তো সরকারের। বল এখন সরকারের কোর্টে।’
ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেন বলেছেন, ‘শান্তিপূর্ণ অবস্থা হোক, সেটাই আমরা চাচ্ছি।’
এ দিকে বৃহস্পতিবার তফসিল ঘোষণার তারিখ পেছানোর কথা বলেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক ও জাতীয় ঐক্যফ্রন্টের নেতা মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, ‘সংবিধানসম্মতভাবে আমরা তফসিল ঘোষণার তারিখ পেছানোর কথা বলেছি।’